ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ || ২ আশ্বিন ১৪৩২
Breaking:
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে      পিআর একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান: রিজভী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ংকর পরিণতি আসবে : সালাহউদ্দিন        চারটি দলের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে যুক্ত হলো জাগপা        সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত : দুদু     
৩৯১

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিন : আমান

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৫  

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিন : আমান

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিন : আমান


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজের জায়গা নেই। যারা চাঁদাবাজি করে তারা বিএনপির কেউ না। বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদা দাবি করে তাকে পুলিশে ধরিয়ে দিন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি। ঘরে ঠিকমতো ঘুমাতে পারেনি। বিএনপি নেতাকর্মীরা শত শত গায়েবি মামলা খেয়েছে। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য কাজ করছে। তারা কিছু কিছু বিষয়ে সংস্কার করছে।’

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান।

আমান উল্লাহ আমান বলেন, ‘ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে।
কেউ যেন ভোটার থেকে বাদ না পড়ে সেই দিকে সবার খেয়াল রাখতে হবে। আগামীতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে কেরানীগঞ্জের উন্নয়ন আবার নতুন করে শুরু হবে। ফ্যাসিস্ট হাসিনা গর্ব করে বলেছিল শেখ মুজিবের মেয়ে পালায় না। কিন্তু এই কথা বলার দুইদিন পরেই সে দেশ থেকে পালিয়ে গেছে।
কলাতিয়া কলেজের গভর্নিং কমিটির সভাপতি মফিজুর রহমান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজা আক্তার, ঢাকা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিন্টু, হযরতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলামিন টুলু, কলাতিয়া মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রফিকুল ইসলাম, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক দাউদ সিকদার, দপ্তর সম্পাদক সামসুল ইসলাম, কলাতিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোয়েব রাতুলসহ কলাতিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত