ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৫ || ৪ পৌষ ১৪৩২
Breaking:
ইন্টারনেট ব্যবহার করে না দেশের অর্ধেক মানুষ: বিবিএস      ১০ মাসে আটটি যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি: ট্রাম্প      খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসা নিতে পারছেন: ডা. জাহিদ     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  হাজারীবাগে হোস্টেলে মিললো এনসিপি নেত্রী জান্নাতারার মরদেহ        মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান     
২২৯

‘বাংলাদেশে মতপ্রকাশের অধিকার সঙ্কুচিত হচ্ছে’! আওয়ামী লীগ নিষিদ্ধ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৭ জুন ২০২৫  

গত মে মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ইউনূস সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের যাবতীয় কার্যকলাপ বন্ধ থাকবে।

গত মে মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ইউনূস সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের যাবতীয় কার্যকলাপ বন্ধ থাকবে।


মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রাক্তন শাসকদল আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ মানবাধিকার কমিশন। সোমবার মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক আশঙ্কা প্রকাশ করেছেন, এর ফলে বাংলাদেশে স্বাধীন ভাবে মতপ্রকাশের অধিকার খর্ব হবে।

গত মে মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ইউনূস সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের যাবতীয় কার্যকলাপ বন্ধ থাকবে। জাতীয় সংসদ বা অন্য কোনও নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী প্রাচীনতম রাজনৈতিক দল।

সোমবার সুইৎজারল্যান্ডের জেনিভায় ৫৯তম মানবাধিকার পরিষদে উত্থাপিত বার্ষিক প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ নিয়ে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেছেন, ‘‘রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এ সংক্রন্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন। এটি অন্যায্য ভাবে সাংগঠনিক স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে খর্ব করবে।’সূত্র:আনন্দবাজার ডট কম 









মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত