ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ || ১ আশ্বিন ১৪৩২
Breaking:
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে      পিআর একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান: রিজভী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ংকর পরিণতি আসবে : সালাহউদ্দিন        চারটি দলের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে যুক্ত হলো জাগপা        সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত : দুদু     
৩০৬

বই মেলায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে : ডিএমপি

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৫  

বই মেলায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে : ডিএমপি কমিশনার

বই মেলায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে : ডিএমপি কমিশনার

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বই মেলায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। 

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর বাংলা একাডেমি আয়োজিত বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মেলায় ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তদারকি করা হবে।

পুলিশের পাশাপাশি র‌্যাব, সিটিটিসিসহ গোয়েন্দা সংস্থাগুলো নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ডগ স্কোয়াডও কাজ করবে।

তিনি বলেন, সিসি ক্যামেরা ও ড্রোনে মনিটরিং হবে বইমেলা। বই মেলায় আগতদের দেহ তল্লাশি করা হবে।

উসকানিমূলক কোনো বই যাতে প্রকাশ না হয় সে বিষয়ে নজরদারি থাকবে বলেও জানিয়েছেন সাজ্জাত আলী।

ডিএমপির পক্ষ থেকে ব্রেস্ট ফিডিং জোন ও নিরাপদ পানির ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রথমবারের মত টিএসসি থেকে দোয়েল চত্বর এই রাস্তার ট্রাফিক সিস্টেম পুরোপুরি বন্ধ করা হবে না। মাঝেমধ্যে বন্ধ থাকবে।

মেলা চলাকালে বিশ্বিবদ্যালয় ও মেলা এলাকায় ভারি যানবাহন চলবে না।

হকারদের যেখানে সেখানে না বসার আহবান জানান তিনি।

 

 

 

 

মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত