ঢাকা, ২২ নভেম্বর, ২০২৫ || ৭ অগ্রাহায়ণ ১৪৩২
Breaking:
ভূমিকম্পের জেরে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক        মেয়েদের আইপিএল নিলামে বাংলাদেশের মারুফা, স্বর্ণা ও রাবেয়া        ভূমিকম্পের সতর্কবার্তা স্মার্টফোনে পাবেন যেভাবে        ভূমিকম্পে দুই শিশুসহ নিহত ৬, আহত শতাধিক     
৬৩১

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭ জন, নতুন শনাক্ত ২৯৬৫ জন

মুক্তআলো ২৪.কম

প্রকাশিত: ২৭ জুলাই ২০২০  

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। নতুন করে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দুই হাজার ৯৬৫ জন হলো।
আর একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ৭৭২ জন। ফলে করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ২৬ হাজার ২২৫ জন হলো।

সোমবার নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য তুলে ধরেন।
বুলেটিনে বলা হয়, মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ১১ জন নারী।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮০১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট এক লাখ ২৫ হাজার ৬৮৩ জন।

গতকাল দেশে দুই হাজার ২৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছিলো। আর মারা গিয়েছিলো ৫৪ জন। সেই হিসেবে আজ মৃত্যু কমেছে, তবে শনাক্ত বেড়েছে।

 

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত