ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৪ || ২৪ ভাদ্র ১৪৩১
Breaking:
কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের আবু সাঈদের কবর জিয়ারত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বপ্ন পূরণের আগে দমে যেও না : ছাত্রদের উদ্দেশে ড. ইউনূস     
২৫৩১

এনবিআর বাংলাদেশে কর্মরত বিদেশিদের থেকে কর আদায়ে নামছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন ২০১৪   আপডেট: ২২ জুন ২০১৪

জাতীয় রাজস্ব বোর্ড

জাতীয় রাজস্ব বোর্ড

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের কাছ থেকে কর আদায়ে অভিযানে নামছে । এনবিআরের কর্মকর্তারা জানান, বাংলাদেশে বিভিন্ন ক্যাটাগরির ভিসায় প্রায় পাঁচ লাখ বিদেশি নাগরিক কর্মরত থাকলেও তাদের মধ্যে মাত্র ১০ হাজার জনের কাজ করার বৈধ অনুমতি আছে। আর তাদের মধ্যেও বেশিরভাগই আয়কর দেন না। এ জন্য আগামী ২০১৪-১৫ অর্থবছরের শুরু থেকেই অভিযান শুরু হবে বলে জানান তারা।এনবিআরের আয়কর অনুবিভাগের সদস্য সৈয়দ আমিনুল করীম বলেন, নতুন বাজেটে স্থানীয় করদাতাদের কাছ থেকে কর বাড়াতে নানা উদ্যোগের পাশাপাশি বিদেশিদের কাছ থেকে রাজস্ব বাড়াতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বিদেশীদের কর ফাঁকিরোধে এবার এনবিআর কর্মকর্তারা মাঠে নামবেন।এর মধ্য দিয়ে বিদেশি নাগরিকদের কাছ থেকে মোটা অংকের রাজস্ব আদায় হবে বলে তার আশা।এনবিআর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে ব্যবসায়ী ও পর্যটকসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসায় বাংলাদেশে প্রায় পাঁচ লাখ বিদেশি কাজ করেন। তাদের মধ্যে বৈধভাবে কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) আছে মাত্র ১০ হাজার জনের।সৈয়দ আমিনুল বলেন, “যারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেন তাদের কিছু অংশ ট্যাক্স দিয়ে থাকেন। যাদের ওয়ার্ক পারমিট নেই তাদের কাছ থেকে কোনো কর পাওয়া যায় না।কর ফাঁকি রোধ এবং অন্যদের করের আওতায় নিয়ে আসার লক্ষ্যেই এবার এনবিআরের কর্মকর্তারা নামছেন বলে জানান এই কর্মকর্তা।দেশে কর্মরত বিদেশিদের অধিকাংশই দক্ষিণ এশীয় দেশগুলো থেকে আসা, যারা বৈধ ও অবৈধভাবে তৈরি পোশাক, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, ওষুধ, বিপণন ও সেবাসহ নানা খাতে কাজ করছেন।এনবিআরের দ্বিতীয় সচিব পরিবীক্ষণ ও সমন্বয় (আয়কর) আশরাফুল ইসলাম বলেন, বিদেশিদের কাছ থেকে কর আদায়ে আরো কঠোর হতে এনবিআরের মাঠপর্যায়ের নির্দেশ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ের অফিসগুলোতে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।চিঠিতে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-তে উল্লেখিত কর্মরত বিদেশিদের জন্য প্রযোজ্য ১০৭ ধারা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।ওই ধারা মোতাবেক, দেশত্যাগের পূর্বে বিদেশিদের কর প্রদান/অব্যাহতিপত্র সংশ্লিষ্ট কর অফিসে দাখিল করতে হবে।চিঠিতে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে তাদের অধীনে কর্মরত বিদেশিদের আয়কর প্রদানে সচেতন করতে বলা হয়েছে।ঢাকার তিনটি এবং চট্টগ্রামের দুইটি সার্কেল মিলিয়ে মোট পাঁচটি কর সার্কেল বিদেশিদের কাছ থেকে আয়কর আদায় করে থাকে।এনবিআরের তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে ঢাকার কর অঞ্চল ১১-এর একটি সার্কেলে ১৮৭ কোটি টাকা করা আদায় হয়েছে, যেখানে বিদেশিদের কাছ থেকে আদায় হয়েছে মাত্র ১৩ কোটি টাকা।

 

 

 

আরও পড়ুন
অর্থ ও বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত