ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকা ও ব্যাংকক পাঁচটি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর করেছে     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান        বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী     
৫৪৫

বেড়ার মেয়র প্রার্থী আসিফ শামস রঞ্জন মানুষের ভালোবাসায় সিক্ত

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১  

বেড়ার মেয়র প্রার্থী আসিফ শামস রঞ্জন মানুষের ভালোবাসায় সিক্তহলেন

বেড়ার মেয়র প্রার্থী আসিফ শামস রঞ্জন মানুষের ভালোবাসায় সিক্তহলেন


বেড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলের মনোনয়ন পান যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির ছেলে এডভোকেট আসিফ শামস রঞ্জন। মনোনয়ন পাওয়ার পর তিনি আজকেই পাবনায় ফেরেন।

আরিচা থেকে বেলা সাড়ে ১১ টার দিকে তিনি পাবনার কাজির ঘাট ঘাটের দিকে রওনা দেন কাজিরহাট হাজার হাজার মানুষ তাকে গ্রহণ করেন এবং ফুল দিয়ে বরণ করেন। এর আগে কাজিরহাট ঘাটে বেড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে হাজির হন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা বঙ্গবন্ধুর প্রতিক, এবং নৌকা উন্নয়নের প্রতীক। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে শেখ হাসিনাকে বারবার নির্বাচিত করতে হবে এবং নৌকার বিজয় ধারা অব্যাহত রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, সাথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা সারোয়ার হোসেন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল করিম হিরু, সহ-সভাপতি এস এম আলমগীর হোসেন, বেড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আফজাল হোসেন, ত্রার্ন ও সমাজকল্যাণ সম্পাদক শজিবুর রহমান সবুজ, ঢালারচর ইউনিয়নের চেয়ারম্যান কোরবান আলী, রুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম মোল্লা, মাসুমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেতা শহীদ, জেলা শ্রমিকলীগের সভাপতি ফোরকান আলী, সম্পাদক প্রদীপ সাহা, পাবনার স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম হোসেন, সাথিয়া উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম টুটুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেসবাহ মোল্লা, ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মন্সুর আলাম পিন্চুসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

মুক্তআলো২৪.কম

 

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত