ঢাকা, ০৮ মে, ২০২৪ || ২৪ বৈশাখ ১৪৩১
Breaking:
বিশ্বকবি’র ১৬৩তম জন্মবার্ষিকী আগামীকাল      রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর      বেড়া উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থীদের দৌড়ঝাঁপ     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের উদ্যোগ নেয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী        রাষ্ট্রপতির কাছে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন ‘স্মার্ট এনাইডি’ হস্তান্তর ইসি’র        উপজেলা নির্বাচনে যেকোন অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে : সিইসি        উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী        মহামারী মোকাবেলায় প্রস্তুতি ও সাড়াদানে উচ্চ-পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য : প্রধানমন্ত্রী     
১৯৪৩

বিভিন্ন পদে রদবদল বিএসইসিতে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই ২০১৪   আপডেট: ১৭ জুলাই ২০১৪

বিভিন্ন পদে রদবদল করা হয়েছে,শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। এর মধ্যে দুই কমিশনার, পরিচালক ও উপ-পরিচালক পদের কর্মকর্তাদের বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। সম্প্রতি বিএসইসির প্রশাসন বিভাগের পরিচালক মোহাম্মদ আবুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।আদেশ অনুযায়ী কমিশনার মো. আমজাদ হোসেন ও আরিফ খান নতুন দায়িত্ব পেয়েছেন।আমজাদ হোসেন ইতোপূর্বে বিএসইসির সার্ভিলেন্স, এনফোর্সমেন্ট ও রেজিস্ট্রেশন বিভাগ দেখভাল করতেন। বর্তমানে তিনি সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব ইন্টারমিডিয়ারিস (এসআরআই) বিভাগ দেখভাল করবেন। এছাড়া আগের এনফোর্সমেন্ট ও রেজিস্ট্রেশন বিভাগও তিনি দেখাশুনা করবেন।অপরদিকে, আরিফ খান ইতোপূর্বে বিএসইসির ক্যাপিটাল ইস্যু, এসআরআই, সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব মার্কেট ইস্যুয়ার অ্যান্ড কোম্পানিজ (এসআরএমআইসি), করপোরেট ফিন্যান্স ডিপার্টমেন্ট (সিএফডি) ও অফিস অব দ্য চিফ অ্যাকাউনট্যান্ট বিভাগ দেখভাল করতেন। এখন তিনি সার্ভিলেন্স বিভাগ দেখভাল করবেন। এছাড়া আগের ক্যাপিটাল ইস্যু, এসআরএমআইসি, সিএফডি ও অফিস অব দ্য চিফ অ্যাকাউনট্যান্ট বিভাগও তিনি দেখাশোনা করবেন।এদিকে বিএসইসির পরিচালকদের মধ্যে মোহাম্মদ শফিউল আজমকে সার্ভিলেন্স থেকে রেজিস্ট্রেশন বিভাগে, পরিচালক মো. জাহাঙ্গীর আলমকে এসআরআই থেকে সার্ভিলেন্স বিভাগে, পরিচালক শেখ মাহবুব-উর রহমানকে রেজিস্ট্রেশন থেকে এসআরআই বিভাগে, পরিচালক মোহাম্মদ আবুল হাসানকে এনফোর্সমেন্ট ও অতিরিক্ত দায়িত্ব প্রশাসন থেকে পূর্ণাঙ্গভাবে প্রশাসন ও অর্থ বিভাগে বদলি করা হয়েছে।
 
এছাড়া বিএসইসির উপ-পরিচালকদের মধ্যে মো. ইউসুফ ভুঁইয়াকে রেজিস্ট্রেশন থেকে এনফোর্সমেন্ট বিভাগে, উপ-পরিচালক হাফিজ মোহাম্মদ হারুনুর রশীদকে প্রশাসন ও অর্থ থেকে রেজিস্ট্রেশন বিভাগে এবং উপ-পরিচালক আবুল কালাম আজাদকে এনফোর্সমেন্ট থেকে প্রশাসন ও অর্থ বিভাগে বদলি করা হয়েছে।

 

শেয়ার বিভাগের সর্বাধিক পঠিত