ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামী ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে অ্যাসেম্বলি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি        বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের        বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর     
১৫১৯

প্রত্যাবাসনের শর্ত শিথিল বিদেশি বিনিয়োগের অর্থ

অনলাইন

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৪   আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৪

শেয়ার বিক্রির অর্থ বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক বিদেশি বিনিয়োগকারীদের।এতদিন পর্যন্ত শুধু শেয়ারের নিট সম্পদ মূল্যের ভিত্তিতে অর্থ প্রত্যাবাসনের অনুমতি দেওয়া হতো। এখন থেকে এর সঙ্গে বাজারমূল্য ও কম্পানির নগদ অর্থের প্রবাহ বিবেচনায় নিয়ে শেয়ারের একটি যৌক্তিক মূল্যের ভিত্তিতে ওই অনুমতি দেওয়া হবে। এর ফলে কোনো বিনিয়োগকারী তাঁর শেয়ার বিক্রির পুরো অর্থই প্রত্যাবাসন করতে পারবে বলে মনে করা হচ্ছে। 

বাংলাদেশ ব্যাংক গতকাল এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করার জন্য ব্যাংকগুলোতে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, অর্থ প্রত্যাবাসনের বিদ্যমান পদ্ধতি নিয়ে বিদেশী বিনিয়োগকারীদের উদ্বেগ ছিল। তবে শেয়ার মূল্য হিসাবায়নের নতুন পদ্ধতির কারণে এখন তারা উৎসাহিত হবেন। এতে বিনিয়োগ বাড়বে বলে তাদের ধারনা।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, শেয়ার মূল্য প্রত্যাবাসনের বিদ্যমান পদ্ধতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে লন্ডনের বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ইএমপিইএ এবং সিডিসি গ্রুপ লন্ডন হাই কমিশনে আবেদন করে। শেয়ার মূল্য প্রত্যাবাসনের শর্ত শিথিলের আবেদন করে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছেও চিঠি দেয় তারা। এমন পরিস্থিতিতে এই সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এবং বেসরকারি কম্পানিতে বিদেশি বিনিয়োগকারীর শেয়ার বিক্রির অর্থ প্রত্যাবাসনের আগে বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হয়। অর্থ প্রত্যাবাসনের ক্ষেত্রে বর্তমানে শুধু নিট সম্পদ মূল্য হিসাব করে কেন্দ্রীয় ব্যাংক অনুমতি দেয়। তবে এখন থেকে নিট সম্পদ মূল্য, বাজারমূল্য ও নগদ অর্থ প্রবাহ এই তিনটি বিষয় বিবেচনায় নিয়ে শেয়ারের একটি যৌক্তিক দাম নির্ধারণপূর্বক অর্থ প্রত্যাবাসনের আবেদন করা যাবে। নতুন পদ্ধতিতে শেয়ারের মূল্যমান হিসাবের ক্ষেত্রে বিএসইসির তালিকাভুক্ত মার্চেন্ট ব্যাংক বা কোম্পানীর মূল্যমান হিসাবের ক্ষেত্রে অভিজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্ট থেকে সার্টিফিকেট নিয়ে আবেদন করতে হবে।

এতে আরো বলা হয়েছে, মার্চেন্ট ব্যাংক বা চার্টার্ড অ্যাকাউন্ট থেকে কম্পানির শেয়ার মূল্য হিসাবায়নের পূর্ণ বিবরণ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে জমা দিতে হবে। একই সঙ্গে মূল্য প্রত্যাবাসনের আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পূর্ণ আর্থিক বিবরণী সংযুক্ত করতে হবে। শেয়ার মূল্য হিসাবায়নের বিষয়টি কোনো কারণে বাংলাদেশ ব্যাংকের কাছে যদি অসঙ্গতিপূর্ণ মনে হয় তাহলে দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে মূল্য হিসাবায়নের নির্দেশনা দিতে পারবে।

আরও পড়ুন
অর্থ ও বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত