ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকা ও ব্যাংকক পাঁচটি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর করেছে     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান        বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী     
১০১৫

পাবনার বেড়া বনগ্রামে নিজ বাড়িতে অবৈধ চায়না জালের কারখানার সন্ধান

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৬ জুলাই ২০২১  

পাবনার বেড়া বনগ্রামে নিজ বাড়িতে অবৈধ চায়না জালের কারখানার সন্ধান কোটি টাকার অবৈধ ব্যবসা বিশ্বজিকুমার হলদার ও ইশ্বর

পাবনার বেড়া বনগ্রামে নিজ বাড়িতে অবৈধ চায়না জালের কারখানার সন্ধান কোটি টাকার অবৈধ ব্যবসা বিশ্বজিকুমার হলদার ও ইশ্বর


এম এ মতিনঃ  পাবনার বেড়া পৌরমহল্লর  ৩ নং ওর্য়াড বনগ্রাম উত্তর এ চায়না দোয়াইর জাল তৈরীর কারখানার সন্ধান মিলেছে । ৩ নংওর্য়াড বাসিন্দা বিশ্বজিৎ কুমার হালদার নিজ বসতবাড়ির ছাদের উপর  এই অবৈধ কারখানা খুলেছেন।বিশ্বজিৎ এর দেখা দেখিতে মৃত  দাউদ কমিশনারের বাড়ির পাশে ইশ্বর ওঅবৈধ কারখানা খুলেছেন।

কারখানা গুলোতে প্রতিদিন হাজার হাজার  মিটার এ চায়না দোয়াইর জাল তৈরী হয় । সংবাদ সংগ্রহের উপস্থিতি টেরপেয়ে ইশ্বর তার নিজ বাসায় কারখানা বন্ধ রেখেছেন। এই অবৈধ ব্যবসা করে সে কোটি টাকার মালিক হয়ছে ইশ্বরের বাবার নাম খিটিশ হলদার তবে গোপন সংবাদে জানা যায়, ইশ্বর এর বাড়ি থেকে প্রতিদিন চায়না দোয়াইর তৈরির কাঁচামাল নিয়ে যায় চায়না দোয়াইর তৈরীর কারিগর। কারিগররা বর্তমানে নিজেদের বাসায় লোকচক্ষুর আড়ালে এই চায়না দোয়াইর তৈরি করছে অনেক দিন ।প্রতিবেদক এর ক্যামেরায় ধরা পড়েছেন কারিগর নিজবাড়ী হতে দোয়ার তৈরি করে ইশ্বর এর বাড়িতে পৌছে দেওয়ার দৃশ্য । পরবতীতে ইশ্বর এ জাল বাজার জাত করেন।

এ জাল সাথিয়া,পাবনা,  শাহজাদপুরে সিরাজগঞ্জ  হাট বাজার সহ আশপাশের বিভিন্ন উপজেলার হাট বাজারের ক্রয়-বিক্রয় হচ্ছে। বর্ষা মৌসুমে বিভিন্ন কৌশলে মাছ ধরে থাকেন জেলেরা।অনেকে আবার শখের বসে ও মাছ নিধন করে থাকেন।তবে এবারের মৌসুমে বাজারে এসেছে চায়না দোয়াইর জাল। বেড়ায় এই চায়না দোয়াইর জাল বিস্তার লাভ করেছে। বিশেষ করে হুরা সাগর, পদ্মা নদী এই অঞ্চলে মাছ বেশি পাওয়া যায়। নদ-নদী খাল বিলে নিষিদ্ধ কারেন্ট জালের পর এবার শুরু হয়েছে চায়না দোয়াইর জালের ব্যবহার। এটি কারেন্ট জালের চেয়েও সূক্ষ্ম। এই জালে মা মাছ সহ পোনামাছ গুলো সহজেই ধরা পড়ছে। আর এই চায়না দোয়াইর জাল ব্যবহার সম্পকে অনেকেই জানেন না এর সুফল- বিফল কি। অবাধে এই জাল দিয়ে মা মাছ মারার কারণে

এ বছর মাছের অভাব দেখা দিতে পারে। হুরা সাগরে /সন্ধা হলেই এই চায়না দোয়াইর এর ফাঁদ পাতে কিছু অসাধু জেলেরা।ছোট মাছ থেকে শুরু করে শামুক,ঝিনুক,পোকামাকড়,ব্যাঙ,কাঁকড়া, সাপ কোনো কিছুই এর হাত থেকে রক্ষা পাচ্ছে না। এলাকা একজন বলেন প্রশাসনের চোখ কে ফাকি দিয়ে এরা দুজন দীর্ঘ দিন অবৈধ জালের ব্যবসা করছে এ বিষয় উপজেলা মৎস্য কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। বর্তমান লক ডাউন চলছে। দেশে লক ডাউন শেষ হলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে। এটি অবৈধ। পাশের জেলা উপজেলা গুলোতে এ চায়না দোয়াইর বিরোধী অভিযান চলছে। আমরাও অভিযান পরিচালনা করবো তাদের দু জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

 



 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত