ঢাকা, ০১ সেপ্টেম্বর, ২০২৫ || ১৭ ভাদ্র ১৪৩২
Breaking:
জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন হবে না: শামীম হায়দার পাটোয়ারী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানই বিএনপির সামনে চ্যালেঞ্জ : মির্জা ফখরুল        রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ     
৩৯

জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানই বিএনপির সামনে চ্যালেঞ্জ :

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫  

জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানই বিএনপির সামনে চ্যালেঞ্জ : মির্জা ফখরুল

জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানই বিএনপির সামনে চ্যালেঞ্জ : মির্জা ফখরুল


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করতে সর্বতোভাবে সহযোগিতা করা, সাহায্য করা।’

আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বিএনপি ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সংস্কার বিষয়ক কমিশনগুলো সংস্কারের যে প্রস্তাবগুলো নিয়ে এসেছিল সেগুলোতে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে। বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবেন, অন্যদিকে অর্থনৈতিক পরিবর্তনও ঘটাবে। নিঃসন্দেহে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে যাবেন।
জিয়াউর রহমান সম্পর্কে মহাসচিব বলেন, ‘বিএনপির রাজনীতির মূল যে আদর্শ, সেই আদর্শ ও দর্শনটি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। যা বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন হয়েছে। অল্প সময়ের মধ্যে তিনি রাজনীতিতে যেমন গুনগত পরিবর্তন এনেছিলেন, তেমনি তিনি মিডিয়া-গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করেছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, একই সঙ্গে অর্থনীতিতে গতি আনতে তিনি মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করেছিলেন।
যার ফলে অর্থনীতির আমূল পরিবর্তন হয়েছিল।’

ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ ভয়াবহ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দীর্ঘ আট বছর এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন নির্বাসিত হয়ে। বিএনপিরকে ধ্বংস করার জন্য প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে, ১৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। অবিশ্বাস্য রকমের একটা ফ্যাসিজিম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। যার মূল লক্ষ্যই ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করবার।
আল্লাহর অশেষ রহমতে, জনগণ ও ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে, আমরা সেই ভয়াবহ ফ্যাসিস্ট হাসিনা থেকে মুক্ত হতে পেরেছি, ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি।’

শ্রদ্ধা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, সাইফুল আলম নিরব, মহানগর বিএনপির উত্তরের আমিনুল হক, দক্ষিনের তানভীর আহমেদ রবিনসহ অঙ্গসংগঠনের নেতারা।






মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত