ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৫ || ২৩ ভাদ্র ১৪৩২
Breaking:
চন্দ্রগ্রহণের সময় রাসুল (সা.) যে আমল করতেন      দেশ রক্ষার ক্ষমতা শুধু বিএনপির আছে: শামসুজ্জামান দুদু      আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  পাবনায় আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ        আজ রাতে দেখা মিলবে পূর্ণ চন্দ্রগ্রহণের সঙ্গে ব্লাডমুন        বৈষম্যবিরোধী আন্দোলনের পর এই স্বৈরাচারী মনোভাব আশা করিনি:বাড়িতে হামলার বিষয়ে কাদের সিদ্দিকী     
৩৪

চন্দ্রগ্রহণের সময় রাসুল (সা.) যে আমল করতেন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫  

চন্দ্রগ্রহণের সময় রাসুল (সা.) যে আমল করতেন

চন্দ্রগ্রহণের সময় রাসুল (সা.) যে আমল করতেন


চন্দ্র ও সূর্যগ্রহণ হলো আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত একটি প্রক্রিয়া। চাঁদ যখন পরিভ্রমণ অবস্থায় কিছুক্ষণের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে কিছু সময়ের জন্য সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এটাই সূর্যগ্রহণ (Solar eclipse) বা কুসুফ। আর পৃথিবী যখন তার পরিভ্রমণ অবস্থায় চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখনই পৃথিবীপৃষ্ঠ থেকে চাঁদ কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায়।এটাই চন্দ্রগ্রহণ (Lunar eclipse) বা খুসুফ।

চন্দ্র বা সূর্যগ্রহণকে আল্লাহ তাআলার কুদরত হিসেবে অভিহিত করে অন্য হদিসে নবীজি (সা.) সাহাবিদের চন্দ্র বা সূর্যগ্রহণের সময় নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘কোনো লোকের মৃত্যুর কারণে কখনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। তবে তা আল্লাহ তাআলার নিদর্শনগুলোর দুটি।
তোমরা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হতে দেখলে নামাজে দাঁড়িয়ে যাবে। (সহিহ বুখারি : ৯৮৪)

সূর্য ও চন্দ্রগ্রহণ আল্লাহর অন্যতম নিদর্শন। এ দুই গ্রহণ সংঘটিত হওয়ার সময় দুই রাকাত নামাজ আদায় করা রাসুল (সা.)-এর সুন্নত। দশম হিজরিতে সূর্যগ্রহণ হলে নবী (সা.) সাহাবিদের সমবেত করে দুই রাকাত নামাজ আদায় করেন।








মুক্তআলো২৪.কম

 
 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত