ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামী ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে অ্যাসেম্বলি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি        বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের        বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর     
২০০৫

কবি,লেখক ও সাংবাদিকঃআব্দুস সাত্তার এর-

`কিছু কথা না বলেই নয়...`

ওয়াশিংটন ডিসি থেকেঃ আব্দুস সাত্তার

প্রকাশিত: ২৩ মে ২০১৪   আপডেট: ১১ জুন ২০১৪

আব্দুস সাত্তার ও ফকির সেলিম।

আব্দুস সাত্তার ও ফকির সেলিম।

আমি আজ যার কথা লিখতে যাচ্ছি তিনি হলেন  ভয়েস অব আমেরিকায় ইন্টারন্যাশনাল ব্রডকাস্টার ফকির সেলিম। ১৯৯০ সালে নিউ নেশনে সাংবাদিকতার ক্যারিয়ার শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে। এরপর প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ায় তার ২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ার। নিউইয়র্কে এটিএন বাংলা ইউএসএর বার্তাপ্রধান হিসাবে ২০০৯ সালে কাজ শুরু করেন। এর আগে তিনি এনটিভি ও এসটিভিরও  বার্তা সম্পাদক ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি লেখালেখি করেন। ২০১৩ সালের একুশের বইমেলায় “খোঁচা”নামে তার একটি ছড়ার বই বের করেন।

কিছু কথা না বললেই নয়। তিনি ২০০৫ সালে আমেরিকা আসেন । তারপর ২০০৬ সালে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক এখন সময় পত্রিকার সাথে সংযুক্ত হন। সেই থেকেই সেলিম ভাইয়ের সাথে আমার পরিচয়। তারপর তিনি এনটিভিতে বার্তা সম্পাদক হিসাবে যোগদেন এবং আমাকেও ওয়াশিংটন প্রতিনিধি হিসাবে যোগদান করান। তারপর তিনি এটিএন বাংলা ইউএসএর বার্তা সম্পাদক হিসাবে যোগদেন এখানেও তিনি আমাকে ওয়াশিংটন প্রতিনিধি হিসাবে নিয়োগ দেন। যা এখনো অব্যাহত আছে।

সেলিম ভাই একজন অতি সাধারন মানুষ হিসাবে চলাফেরা করেন। স্বল্পভাষী সেলিম ভাইকে আমেরিকার সবাই সাংবাদিক হিসাবে জানে। এটাই তাঁর ২৪ বছরের সাংবাদিকতায় দীর্ঘ সংগ্রাম ও আত্মনিবেদনের ফল। বাংলা একাডেমীর অমর একুশের ২০১৪ বই মেলায় " জোছনা আসে ফিরে" কাব্য প্রকাশ হওয়ার পর থেকেই উনাকে বই দেব দেব করছি আর হয়ে উঠেনি। আগে হয়ত যে কোন সময় নিউইয়র্ক গেলেম সেলিম ভাইকে পেয়ে যেতাম। কিন্তু মেইন স্ট্রিমে যুক্ত হওয়ার পর থেকে আমার কাছাকাছি থেকেও দেখা হচ্ছে না। তাই।

আজ ছুটি ছিল তাই হঠাৎ করেই সপরিবার নিয়ে বাসায় হাজির। অনেক দিন পর খানিকটা আড্ডা তারপর যাওয়ার সময় বলেন

-আপনার বই কথায়। বই তো আজ অবশ্যই পাবো।
- নিশ্চয়ই।
-বইটি হাতে দেওয়ার পর জানতে চাইলেন বইটি কে করেছে?
- নন্দিতা প্রকাশনী।
- বইটি খুলে বলেন দেন কিছু লিখে দেন। লেখক বইয়ে না লিখে দিলে বইকে অমর্যাদা করা হয়।

- কিছু একটা লিখে দিয়েছি।সেলিম ভাই আপনাকে আমার মতো নগণ্য একজন লেখকের বই দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনার আগামী দিনগুলো আরও ভালোভাবে কাটুক আপনার পরিবারের সাথে। সেই কামনায়। আমিন।

===========================================================

আব্দুস সাত্তার
ওয়াশিংটন ডিসি
কবি,লেখক ও সাংবাদিক

আরও পড়ুন
প্রবাস ভাবনা বিভাগের সর্বাধিক পঠিত