ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামী ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে অ্যাসেম্বলি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি        বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের        বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর     
২১৭

আইএমএফ ঋণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২ সপ্তাহের মধ্যে : বিবি

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২  


বাংলাদেশ ব্যাংকের (বিবি) মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ আজ বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক মদ্র্রা তহবিল (আইএমএফ) থেকে ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

তিনি বলেন, ‘আইএমএফ দল তাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সফর করছে। আমরা ব্যাংকিং এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। দুই সপ্তাহের মধ্যে ৪.৫ বিলিয়ন ডলার ঋণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’
আইএমএফ প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশকে ঋণ দেওয়ার চলমান আলোচনার অংশ হিসেবে আজ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন।

এর আগে জুলাইয়ে বাংলাদেশ অর্থনৈতিক সংকট মোকাবেলায় আইএমএফের কাছে ঋণ চেয়ে চিঠি দিয়েছিল।দুই সপ্তাহ আগে ওয়াশিংটনে এক বৈঠকে আইএমএফ ঋণের প্রাথমিক অনুমোদন দেয়।

৪.৫ বিলিয়ন ডলার ঋণের শর্তাবলী নিয়ে আলোচনা করতে বুধবার (২৬ অক্টোবর) ঢাকায় এসেছে আইএমএফের একটি দল।
বাংলাদেশে আইএমএফ মিশন চিফ রাহুল আনন্দের নেতৃত্বে আইএমএফ দলটিও সফরের সময় অন্য স্টেকহোল্ডারদের সাথে সম্পৃক্ততা অব্যাহত রাখবে।বাসস






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
অর্থ ও বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত