ঢাকা, ০৫ মে, ২০২৪ || ২২ বৈশাখ ১৪৩১
Breaking:
অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে : তথ্য প্রতিমন্ত্রী      প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ঢাকা সেনানিবাসে নবনির্মিত এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী        মন্ত্রী-এমপি’র স্বজনদের স্থানীয় সরকার নির্বাচনে বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত : ওবায়দুল কাদের        আন্তর্জাতিক চাহিদার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির        সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রী     
৪৪৬

১০৪ বছর বয়সী মেহিরুনের পাশে কাউনিয়া উপজেলা পরিষদ ও প্রশাসন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৯ জুলাই ২০২১  


কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের সদরাতালুক গ্রামের হতদরিদ্র অসহায় ১০৪ বছর বয়সী মেহেরুন নেছার পাশে সাহায়্যের হাত বাড়িয়ে দিয়েছে কাউনিয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

মেহেরুন নেছার কষ্টের কথা জানতে পেরে সরেজমিনে গত বুধবার উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন তাকে দেখতে যান। প্লাসটিকে মোড়ানো চালের নিচে অসহায় অবস্থায় থাকা মেরুন নেছাকে তাৎক্ষনিক দুসেট কাপড়, বিভিন্ন ধরনের ফল এবং ২০ কেজি চাল প্রদান করেন। এছারাও তার থাকার ঘর করার জন্য ২বান টিন ও ৬ হাজার টাকা এবং প্রতিমাসে তার খরচ বহন করার ঘোষনা দেন তারা। এসময় তাদের সাথে ছিলেন টেপামধুপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুজ্জামন জেমি, সমাজসেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার। বৃহস্পতিবার বিকালে পরিষদ ক্যাম্পাসে মেহেরুন নেছার মেয়ের কাছে টিন ও টাকা তুলে দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার। অসহায় মানুষটির পাশে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার দাড়ানোতে এলাকাবাসী বেজায় খুশি। মেহেরুন নেছা তাদের জন্য প্রানখুলে দোয়া করেন।

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত