ঢাকা, ০৪ মে, ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১
Breaking:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস ইউনিটির নাম সংশোধন      এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ১২ মে      সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসায় যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘শান্তির সংস্কৃতি’ সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত        সরকারকে চাপে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই চাপে আছে:ওবায়দুল কাদের        সাধারণ রোগী হিসেবে এনআইও-তে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী     
১৪৪৯

সিএসআর যথেষ্ট ভূমিকা রাখতে পারে শিক্ষার প্রসারে : অর্থমন্ত্রী

অনলাইন

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৪   আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৪

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

কর্পোরেট স্যোশাল রেসপনসিবিলিটিজ (সি এস আর) কর্মসূচির আওতায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিত্তবানদের উচিত সামাজিক দায়বদ্ধতা পালন করা,অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন।বিশেষ করে শিক্ষার প্রসারে সিএসআর যথেষ্ট ভূমিকা রাখতে পারে। আজ বৃহস্পতিবার সকালে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা অফিসার্স ক্লাবে ব্যাংকটির উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সূর চৌধুরী, শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ ও ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী বক্তব্য দেন।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকগুলো শিক্ষা খাতে ভালো সিএসআর করছে। এতে গরিব মেধাবী শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। তারা মেধা বিকাশের সুযোগ পাচ্ছে। তিনি বলেন, প্রত্যেক ব্যক্তি সম্পদের কিছু অংশ মানুষের কল্যাণে ব্যয় করার মধ্য দিয়ে সিএসআর কার্যক্রম করতে পারেন। হোক সেটি সামান্য। আর এটিকে মানবিক কাজ বলেও উল্লেখ করেন তিনি।

মুহিত বলেন, শিক্ষাক্ষেত্রে ব্যয় করলে সবচেয়ে ভাল প্রতিদান পাওয়া যায়। সিএসআরের অনুদান পাওয়া ব্যক্তির পাশাপাশি দেশ ও সমাজ এর থেকে উপকৃত হয়।অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সূর চৌধুরী বলেন, সিএসআর কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে ব্যাংকগুলোকে উৎসাহ দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নীতি-সহায়তার কারণে যেকোনো দুর্যোগে ব্যাংকগুলো সিএসআরের আওতায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।

এ কে আজাদ গরিব শিক্ষার্থীদের জন্য আগামীতে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃত্তির পরিমাণ আরো বাড়ানোর ঘোষণা দেন। ২০১৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫০০ শিক্ষার্থীকে বৃত্তির টাকা প্রদান করে ব্যাংকটি। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের ২০ হাজার টাকা ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেককে ২৫ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়।

আরও পড়ুন
অর্থ ও বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত