ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ || ২ আশ্বিন ১৪৩২
Breaking:
আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই : মির্জা ফখরুল     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান        পিআর পদ্ধতির দাবি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে ‘মুনাফেকি’: রিজভী     
১৮৩৯

সাঁথিয়ায় দুদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে ফুটবল ম্যাচ

মুক্তআলো ২৪.কম

প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  

সাঁথিয়ায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও ভারতের দৃষ্টি প্রতিবন্ধীদের ফুটবল ম্যাচ।

সাঁথিয়ায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও ভারতের দৃষ্টি প্রতিবন্ধীদের ফুটবল ম্যাচ।

 

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে পাবনার সাঁথিয়ায় ভারত ও বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে প্রীতি ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু সভাপতিত্বে ফুটবল ম্যাচটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা সংসদ সদস্য-৪২ পাবনা নাদিরা ইয়াসমিন জলি, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রাং, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ, অ্যাডভোকেট শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেসা ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট এস,এম আসিফ শামস রঞ্জন, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ইমরুল কায়েস, উৎসর্গ ফাউন্ডেশনের সম্পাদক তানজিনা খান।

প্রধান অতিথি ফুটবল ম্যাচ উদ্বোধনের আগে বলেন, উন্নত দেশ গঠনে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। দেশে জিডিপির হার বৃদ্ধির জন্য কাউকে পিছিয়ে রাখা যাবে না। সকলকেই কাজে লাগাতে হবে।

এসময় শামসুল হক টুকু এমপি বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজে বোঝা নয়। এদের মানব সম্পদে রূপান্তরের মাধ্যমে দেশকে উন্নয়নের শিখরে নেওয়া সম্ভব।

অ্যাডভোকেট শামসুল হক টুকু-অধ্যাপক লুৎফুন্নেসা ফাউন্ডেশন ও উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ ভাবে দৃষ্টি প্রতিবন্ধী ফুটবল ম্যাচটির আয়োজন করে। সূত্র:ইত্তেফাক।

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত