ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৪ || ১৫ বৈশাখ ১৪৩১
Breaking:
প্রধানমন্ত্রী ব্যাংকক থেকে আগামীকাল দেশে ফিরবেন      বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: ওবায়দুল কাদের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে        আবারও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি        আজ শহীদ শেখ জামালের জন্মদিন     
৮৫৪

শিশুদের ব্যবহার করে,নৈরাজ্য সৃষ্টি করেছে হেফাজতে ইসলাম:টুকু এমপি

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১  

শিশুদের ব্যবহার করে,নৈরাজ্য সৃষ্টি করেছে হেফাজতে ইসলাম:এ্যাড.শামসুল হক টুকু এমপি

শিশুদের ব্যবহার করে,নৈরাজ্য সৃষ্টি করেছে হেফাজতে ইসলাম:এ্যাড.শামসুল হক টুকু এমপি

"সম্প্রতি শিশুদের ব্যবহার করে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে হেফাজতে ইসলাম।ইতিপূর্বেও শিশুদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ রয়েছে।"

আজ সোমবার ভার্চুয়াল পরামর্শসভার আয়োজন করেন,দাতা সংস্থা কে এন এইচ জার্মানি,স্ক্যান-বাংলাদেশ,পার্লামেন্টনিউজবিডি.কম ও সচেতন সংস্থা।স্ক্যান সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ্যাড.শামসুল হক টুকু এমপি তিনি এ কথা বলেন।

 

এ্যাড.শামসুল হক টুকু এমপি তিনি বলেন,সভায় শিশুদের রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থে ব্যবহার বন্ধের আহ্বান জানিয়ে সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি বলেন,সম্প্রতি শিশুদের ব্যবহার করে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে হেফাজতে ইসলাম।ইতিপূর্বেও শিশুদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ রয়েছে।মাদক বহনসহ নানা অপকর্মে তাদের ব্যবহার করা হয়।শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এটা বন্ধ করতে হবে।

টুকু এমপি তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছিলেন।তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুবান্ধব আইন-নীতিমালা সংশোধন ও পরিমার্জন করেছে।পথশিশুদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশনা দিয়েছেন।

এ্যাড.শামসুল হক টুকু এমপি তিনি বলেন,সুবিধাবঞ্চিত শিশু ও পথশিশুদের সুরক্ষা উন্নয়নের জন্য সংসদীয় কমিটি ও ককাসের পাশাপাশি সরকার ও বেসরকারী সংস্থাগুলোকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 


আন্তর্জাতিক পথশিশু দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় পরামর্শসভায় সংসদীয় ককাসসহ বিভিন্ন সংস্থার অন্যান্য প্রতিনিধিরা বলেন,করোনাকালে পথশিশুদের খাদ্যসংকটসহ অন্যান্য দুর্ভোগ বেড়েছে।সরকার তাদের জন্য নানা পদক্ষেপ নিলেও তা কার্যকর হচ্ছে না।তাই পথশিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা নিতে হবে।আগামী বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে।

সাংবাদিক নিখিল ভদ্রের সঞ্চালনায় সভায় মূল বক্তব্য উত্থাপন করেন স্ক্যান সম্পাদক মনিরুজ্জামান মুকুল। আলোচনায় অংশ নেন কে এন এইচ জার্মানির ভারপ্রাপ্ত কান্ট্রি কো-অর্ডিনেটর মাটিলদা টিনা বৈদ্য, আপন ফাউন্ডেশন মো. আফতারুজ্জামান, ঢাকা আহ্সানিয়া মিশনের মাহাতাব হোসেন, একরঙা এক ঘুড়ির নীল সাধু, এলমা-চট্টগ্রারের জেসমিন সুলতানা পারু, জে জে এস-খুলনার প্রতিনিধি আব্দুর রহমান, সিআরএসএসের এডওয়ার্ড রবিন বল্লভ, গুড নেইবার্স বাংলাদেশের রিমো রনি হালদার, এএসডির ফারহানা ইসলাম, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, পার্লামেন্ট নিউজের সাকিলা পারভীন, সচেতন সংস্থার অ্যাডভোকেট প্রশান্ত মণ্ডল, এফপিএবির অরুণ কুমার শীল প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন,মনিরুজ্জামান মুকুল বলেন, টেকসই উন্নয়ন এসডিজি (লক্ষ্যমাত্রা)অর্জনে করোনা পরিস্থিতিসহ সামগ্রিক বিবেচনায় পথশিশুদের সুরক্ষায় স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণ, আগামী অর্থবছরে পথশিশু পুনর্বাসনে বিশেষ অর্থ বরাদ্দ, সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত পথশিশু সুরক্ষা কার্যক্রম সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি, পথশিশুদের জন্য ওয়ান স্টপ ক্রাইসিস রেসপন্স ইউনিট গঠন এবং সরকারি সংস্থা, বেসরকারি সংগঠন ও পথশিশুসহ সবাইকে নিয়ে একটি ক্রস সেক্টর বডি গঠন করা প্রয়োজন।পাশাপাশি শিশুদের জন্য আলাদা অধিদপ্তরের কার্যক্রম দ্রুতই শুরু করার আহ্বান জানান তিনি।

মাটিলদা টিনা বলেন, কে এন এইচ জার্মানি দীর্ঘদিন ধরে পথশিশুদের উন্নয়নের জন্য কাজ করছে। কিন্তু পথশিশুদের সমস্যা কারোর একার পক্ষে সমাধান করা সম্ভব নয়।এ জন্য সরকারি ও বেসরকারি সংস্থাকে যৌথভাবে এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারি বেসরকারি পর্যায়ে পরিচালিত পথশিশুবিষয়ক কার্যক্রমগুলো যথাযথ মনিটরিং আওতায় নিয়ে আসা প্রয়োজন। সে ক্ষেত্রে সংসদীয় ককাসসহ সরকারি-বেসরকারি সংগঠনগুলোকে নিয়ে একটি কমিটি করার প্রস্তাব দেন তিনি।

 

 

 

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত