ঢাকা, ০৬ মে, ২০২৪ || ২৩ বৈশাখ ১৪৩১
Breaking:
অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে : তথ্য প্রতিমন্ত্রী      প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ঢাকা সেনানিবাসে নবনির্মিত এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী        মন্ত্রী-এমপি’র স্বজনদের স্থানীয় সরকার নির্বাচনে বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত : ওবায়দুল কাদের        আন্তর্জাতিক চাহিদার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির        সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রী     
৮৩৩

শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ ,যবিপ্রবি বন্ধ ঘোষণা

অনলাইন

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৪   আপডেট: ১৯ জুলাই ২০১৪

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)

বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বহিরাগত ছাত্রলীগকর্মীদের হাতে নাইমুল ইসলাম রিয়াদ নামে এক ছাত্র খুনের ঘটনায় ।একই সঙ্গে ছাত্রদের আজ রাত ৯টার মধ্যে ও ছাত্রীদের আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ছাড়া বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি এক সভায় যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম হাসানের ছাত্রত্ব সাময়িক স্থগিত করা হয়েছে।সোমবার দুপুর দেড়টার দিকে ছাত্রলীগের হামলায় নিহত হন শিক্ষার্থী নাঈমুল ইসলাম রিয়াদ। সে পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে ৯ জন বহিরাগত ক্যাম্পাসে ঢুকে রিয়াদের ওপর হামলা চালায়। তাঁর পেটে ও গলা ছুরিকাঘাত করে ক্যাডাররা। পরে তাঁকে গুলি করে সন্ত্রাসীরা ক্যাম্পাস ত্যাগ করে। গুরুতর অবস্থায় রিয়াদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
শিক্ষা ও গবেষণা বিভাগের সর্বাধিক পঠিত