ঢাকা, ০৩ মে, ২০২৪ || ২০ বৈশাখ ১৪৩১
Breaking:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস ইউনিটির নাম সংশোধন      এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ১২ মে      সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসায় যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘শান্তির সংস্কৃতি’ সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত        সরকারকে চাপে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই চাপে আছে:ওবায়দুল কাদের        সাধারণ রোগী হিসেবে এনআইও-তে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী     
১২৬২

শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা শতভাগ পাস করা ১১৪৭টি:বৃদ্ধির হার ২৬ শতাংশ

অনলাইন

প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৪   আপডেট: ২৩ আগস্ট ২০১৪

মোট ১ হাজার ১৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কেউই ফেল করেননি চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ।গত বছর একজন পরীক্ষার্থীও ফেল করেননি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮৮৯টি। অর্থাৎ এ বছর ফেল না করা শিক্ষা প্রাতষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে আরো ২৯৮টি বেড়েছে।এই হিসেবে এ বছর একজনও ফেল না করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় ২৬ শতাংশ।
উল্লেখ্য, আজ দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরবরাহকৃত এক পরিসংখ্যানে বলা হয়, চলতি সালের এইচএসসি পরীক্ষায় দেশের ৮টি শিক্ষাবোর্ডের অধীনে ৩ হাজার ৬৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৮৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সকল পরীক্ষার্থীই পাস করেছে।
এছাড়াও মাদ্রাসা বোর্ডের অধীনে ২৬৮০টি মাদ্রাসার মধ্যে ১৭৮টি মাদ্রাসা থেকে এইচএসসির সমমান পরীক্ষায় অংশ গ্রহণকারি সকল পরীক্ষার্থীই পাস করেছে।

আরও পড়ুন
শিক্ষা ও গবেষণা বিভাগের সর্বাধিক পঠিত