ঢাকা, ০৬ মে, ২০২৪ || ২৩ বৈশাখ ১৪৩১
Breaking:
অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে : তথ্য প্রতিমন্ত্রী      প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  যারা দলের শৃঙ্খলা ভাঙবে তাদের শাস্তি পেতেই হবে : ওবায়দুল কাদের        অবৈধ টিভি চ্যানেল ও লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কার্যক্রম শুরু        বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশ রাষ্ট্রপতির        লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী     
৮৩৫

যৌনতা বিষয়টি প্রতিদিন ১৯ বার আসে পুরুষদের চিন্তায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৪   আপডেট: ১৯ জুলাই ২০১৪

অনেকে বলেন প্রতি সাত সেকেন্ডে একবার, আবার অনেকের মতে সারাক্ষণই। তবে আসল তথ্যটি বের হয়ে এসেছে নতুন এক গবেষণায়। সেখানে বলা হচ্ছে, পুরুষরা প্রতিদিন ১৯ বার যৌনতা নিয়ে চিন্তা করেন। ওহিও স্টেট বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক `এক্সপেরিয়েন্স স্যাম্পলিং` পদ্ধতির মাধ্যমে এ গবেষণা করা হয়। এ পরীক্ষার জন্য মানুষদের তিনটি অপশন দেওয়া হয়- যৌনতা, ফুড এবং ঘুম। দিনের যে সময়টিতে যাদের মনে যা করতে ইচ্ছে করবে সেই অপশনটিতে ক্লিক করতে হবে। গবেষক দলের প্রধান টেরি ফিশার জানান, এই পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে দেখা গেছে একজন পুরুষ দিনে ১৯ বার যৌনকর্মে লিপ্ত হতে ইচ্ছা প্রকাশ করেন। তবে এ পরীক্ষায় এসব চিন্তা কতখানি স্থায়ী হয় তা জানা যায়নি।
এই গবেষক আরো বলেন, তা ছাড়া এমনও হয়েছে যে, পরীক্ষা নেওয়া হচ্ছে দেখেই অংশগ্রহণকারীরা তাদের চিন্তার বিষয়ে বেশি সচেতন ছিলেন। তাই প্রতিদিনের স্বাভাবিক জীবনযাপনের মধ্যেও পরীক্ষার তিনটি বিষয় বারবার হয়তো তাদের মনে আসছিল এবং তারা ক্লিক করেছেন।
দ্য আটলান্টিক-এ প্রকাশিত গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, মানুষের মস্তিষ্কে কী ঘটে যাচ্ছে তা প্রযুক্তি দিয়ে বের করা সম্ভব নয়, তা সে যে প্রযুক্তিই ব্যবহার করা হোক না কেন। তবে এই পদ্ধতিতে যে ফলাফলটি পাওয়া গেছে তাই তুলে ধরা হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন
শিক্ষা ও গবেষণা বিভাগের সর্বাধিক পঠিত