ঢাকা, ০৬ মে, ২০২৪ || ২২ বৈশাখ ১৪৩১
Breaking:
অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে : তথ্য প্রতিমন্ত্রী      প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ঢাকা সেনানিবাসে নবনির্মিত এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী        মন্ত্রী-এমপি’র স্বজনদের স্থানীয় সরকার নির্বাচনে বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত : ওবায়দুল কাদের        আন্তর্জাতিক চাহিদার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির        সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রী     
১১২৭

জয়পুরহাটে শিশু অপহরণকারী আটক

জেলা প্রতিনিধি-রায়ান নূর

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯  

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট শহরে এক শিশু শিক্ষার্থীকে অপহরণ করে পালানোর সময় মাহফুজুল নামে এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। আটক মাহফুজুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোমিনুল হক জানান, মঙ্গলবার শহরের বাবুপাড়া মহল্লার মনোয়ার হোসেনের মেয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মুনিয়াতুন জান্নাত স্কুলে যাচ্ছিল। পথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা থেকে তাকে অপহরণ করে রিকশায় তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল অপহরণকারী। এ সময় সদর উপজেলার আউশগাড়া নামক স্থানে অপহরণকারীদের হাত থেকে পালিয়ে পথচারীর কাছে আশ্রয় নেয় শিশুটি।


স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণকারীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেছ ৷ আটক অপহরণকারীর বিরুদ্ধে সদর ও অন্যান্য থানাসহ ৬টিরও বেশি অপহরণ মামলা রয়েছে বলে জানান জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোমিনুল হক।

 

মুক্তআলো২৪.কম/২৩জানুয়ারি২০১৯/রায়ান নূর

আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত