ঢাকা, ০৪ মে, ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে      পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : আরাফাত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের        সুন্দরবনে ভয়াবহ অগ্নিকান্ড        বাংলাদেশের সাথে গাম্বিয়ার বাণিজ্য ও কৃষিতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর        অর্থমন্ত্রী আইডিবির সভায় অংশগ্রহণ ও সৌদি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন        মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : পররাষ্ট্রমন্ত্রী     
৫৭০

জয়পুরহাট পুলিশ লাইন্স একাডেমির আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি-রায়ান নূর

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯  

জয়পুরহাট পুলিশ লাইন্স একাডেমির আয়োজনে অভিভাবক সমাবেশ

জয়পুরহাট পুলিশ লাইন্স একাডেমির আয়োজনে অভিভাবক সমাবেশ

জেলা প্রতিনিধি: “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরো বেশি সচেতনতা বৃদ্ধির লক্ষে জয়পুরহাটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার দুপুরে জয়পুরহাট পুলিশ লাইন্স একাডেমি প্রাঙ্গনে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক অরুন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার ও প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির  সভাপতি রশীদুল হাসান। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায়, প্রতিষ্ঠানের দাতা সদস্য আলহাজ রফিকুল আলম, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান ও অভিভাবক সদস্য আবু তাহের শেখ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন তুনজু আরা, হেলালুর রহমান, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই  প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরো বেশি মনোযোগী হওয়ার প্রতি তাগিদ দেন। সেই সাথে অভিভাকদের উদ্দেশ্যে তাদের সন্তানদের আরো বেশি খেয়াল রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠান  শেষে প্রতিষ্ঠান থেকে ভালো ফলাফল অর্জন করায়  ১৭ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও ৩ জন সচেতন অভিভাবককে সম্মাননা ক্রেস্ট  প্রদান করেন জেলা পুলিশ সুপার ও প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির  সভাপতি রশীদুল হাসান । 

 

 

মুক্তআলো২৪.কম/১৪জানুয়ারি২০১৯/রায়ান নূর

 

আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত