ঢাকা, ০৪ মে, ২০২৪ || ২০ বৈশাখ ১৪৩১
Breaking:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস ইউনিটির নাম সংশোধন      এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ১২ মে      সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসায় যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘শান্তির সংস্কৃতি’ সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত        সরকারকে চাপে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই চাপে আছে:ওবায়দুল কাদের        সাধারণ রোগী হিসেবে এনআইও-তে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী     
১১৫৩

জনতা ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন ধানমণ্ডিত

অনলাইন

প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৪   আপডেট: ১৪ আগস্ট ২০১৪

জনতা ব্যাংকের নিজস্ব জায়গায় ২০তলাবিশিষ্ট ট্রেনিং ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছেরাজধানীর ধানমণ্ডিতে ।মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. আবুল বারকাত এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এ সময় ব্যাংকের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমানসহ বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তুর স্থাপন করে আবুল বারকাত বলেন, এই ট্রেনিং ইনস্টিটিউটকে আমরা দক্ষিণ এশিয়ার ব্যাংকিং খাতের একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এখানে ব্যাংকারদের পেশাগত মান্নোয়নের পাশাপাশি তাদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দেওয়া হবে। দেশে মানবিক ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি বিশেষ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, গত ছয় বছরে জনতা ব্যাংকে প্রায় সাত হাজার কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব কর্মকর্তা যেন প্রশিক্ষণ পেতে পারেন সেই ব্যবস্থা করা হবে। তাঁদের ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্স ছাড়াও আধুনিক ব্যাংকিং এবং আইন শিক্ষার ওপর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
আবুল বারকাত বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকে দেশের প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর প্রবেশাধিকার নিশ্চিত করতে বর্তমান পর্ষদ কাজ করছে। এ কারণে আমরা বিশ্বব্যাংকের পরামর্শ মেনে গ্রামের লোকসানী শাখা বন্ধ করিনি। বরং গ্রামের শাখাকে লাভজনক শাখায় উন্নীত করার চেষ্টা করা হচ্ছে। এ ক্ষেত্রে অনেকাংশে সফলতা এসেছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, ধানমণ্ডিতে ১১ কাঠা জমির ওপর এই ভবন নির্মাণ করা হচ্ছে। এতে একটি শাখা অফিস, প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগ, লাইব্রেরি, পুরুষ ও নারী কর্মকর্তাদের জন্য আলাদা ডরমেটরি, কনফারেন্স ও সেমিনার কক্ষ থাকবে।

আরও পড়ুন
অর্থ ও বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত