ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকা ও ব্যাংকক পাঁচটি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর করেছে     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  শহীদ শেখ জামালের জন্মদিন আগামীকাল        ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে : ওবায়দুল কাদের     
৮৫৫

গণসংযোগ,উঠান বৈঠকে ব্যাস্ত এ্যাড.আসিফ শামস্ রন্জন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১  

গণসংযোগ, উঠান বৈঠকে ব্যাস্ত এ্যাড.আসিফ শামস্ রন্জন

গণসংযোগ, উঠান বৈঠকে ব্যাস্ত এ্যাড.আসিফ শামস্ রন্জন


গণসংযোগ,মতবিনিময় সভা এবং উঠান বৈঠকে ব্যাস্ত বেড়া পৌর  নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড.আসিফ শামস্ রন্জন ।

আজ বুধবার ১০ নভেম্বর সন্ধ্যায় বেড়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে ১০ নং ওয়ার্ডের অন্তর্গত দত্তকান্দি ও ২  নং ওয়ার্ডের  অন্তর্গত সদাগর পাড়া মহল্লায়’ উঠান বৈঠকে আংশগ্রহন করেন,বেড়া পৌর  নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড.আসিফ শামস্ রন্জন ।

উক্ত উঠান বৈঠকে  সভাপতিত্ব করেন, আব্দুর রশিদ। উপস্থিত ছিলেন, বেড়া নাগরিক কমিটির সভাপতি, আল মাহমুদ সরকার, মোঃ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক বেড়া পৌর আওয়ামী লীগ,প্রভাষক আবু সাইদ।এবংবেড়া পৌর আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীসহ নেতৃবৃন্দ।

এর আগে এ্যাড.আসিফ শামস্ রন্জন  বিকেল ৩টায় বেড়া পৌরসভার দক্তকান্দি গ্রামে দত্তসাইদ এর বাড়ীতে মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

বিকেলে বেড়া রিক্সা-ভ্যান চালক সমবায় সমিতি আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাড.আসিফ শামস্ রন্জন ।এ সময়  সমিতির সকল সদস্য  তাদের সমস্যা তুলে ধরেন।উক্ত মতবিনিময় সভায়সভাপতিত্ব করেন দবির উদ্দিন খাঁন,পরিচালনা করেন কবিরুল হাসান বারী।



এ্যাড.আসিফ শামস রন্জন তিনি,অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির উদ্দেগে বেড়া ডাকবাংলা শহিদ আব্দুল খালেক স্টেডিয়াম এ আলোচনা সভায় অংশগ্রহন করেন ।

এছাড়া তিনি সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডের  বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করেন।এবং ভোট প্রার্থনা করেন।এসময় অনেক মুরুব্বি ভোটারগণ তাকে কাছে পেয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদ করেন।

 

 

মুক্তআলো২৪.কম

আস্থা রাখুন তারুণ্যে,,,
আস্থা রাখুন নৌকায়,,,,

 


 

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত