ঢাকা, ০৫ মে, ২০২৪ || ২২ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে      পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : আরাফাত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের        সুন্দরবনে ভয়াবহ অগ্নিকান্ড        বাংলাদেশের সাথে গাম্বিয়ার বাণিজ্য ও কৃষিতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর        অর্থমন্ত্রী আইডিবির সভায় অংশগ্রহণ ও সৌদি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন        মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : পররাষ্ট্রমন্ত্রী     
১৬৩৯

ম্যারিল্যান্ডে নাসিম

গণতন্ত্র রক্ষা পেয়েছে ৫ জানুয়ারি নির্বাচনের পর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০১৪   আপডেট: ২ জুন ২০১৪

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম

আন্দোলনে নামে মানুষ হত্যা করে বিএনপি-জামায়াত দেশের গণতন্ত্রকে হত্যা করেতে চেয়েছিল,যুক্তরাষ্ট্র সফররত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে গত ৫ জানুয়ারি নির্বাচনের পর দেশের গণতন্ত্র রক্ষা পেয়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০১৯ সালের আগে বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না,ম্যারিল্যান্ড আওয়ামী লীগ নেতা শেখ মো. সেলিমের সভাপতিত্বে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম  বলেন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে কোনো চক্রান্ত সফল হবে না। এসব চক্রান্তের বিষয়ে সজাগ থাকার প্রবাসী আওয়ামী লীগের নেতা-কর্মীদের তিনি আহ্বান জানান।

মন্ত্রী আরো বলেন, যারা বঙ্গবন্ধু ও জেলহত্যার খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিল, একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় জজ মিয়া নাটক সাজিয়েছিল, এমনকি নিজের স্বামীর হত্যার বিচার পর্যন্ত করেনি, সেই খালেদা জিয়ার মুখে আইনের শাসনের কথা মানায় না। জিয়াউর রহমান ক্ষমতায় থাকতে হাজার হাজার সেনাবাহিনীর অফিসার-সৈনিককে হত্যা করেছিলেন। বিএনপির শাসনামলে কোনো হত্যাকাণ্ডের বিচার হয়নি। বরং খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং জঙ্গি-বাংলা ভাইদের উত্থান ঘটেছিল। সভায় সাধন মজুমদার এমপি, স্বপন সাহা, ম্যারিল্যান্ড আওয়ামী লীগ নেতা অধ্যাপক মনসুর আহমেদ, রফিক পারভেজ, মইনুল হোসেনসহ ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড ও ওয়াশিংটন আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।     

আরও পড়ুন
প্রবাস ভাবনা বিভাগের সর্বাধিক পঠিত