ঢাকা, ০৫ মে, ২০২৪ || ২২ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে      পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : আরাফাত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের        সুন্দরবনে ভয়াবহ অগ্নিকান্ড        বাংলাদেশের সাথে গাম্বিয়ার বাণিজ্য ও কৃষিতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর        অর্থমন্ত্রী আইডিবির সভায় অংশগ্রহণ ও সৌদি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন        মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : পররাষ্ট্রমন্ত্রী     
১৪২৫

ক্ষুদ্রঋণই যথেষ্ট নয় দেশের অর্থনীতি উন্নয়নে: অর্থমন্ত্রী

অনলাইন

প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৪   আপডেট: ১ সেপ্টেম্বর ২০১৪

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ।

অর্থনীতির টেকসই উন্নয়নের ক্ষেত্রে আমাদের সামনে বড় দুইটি ঝুঁকির চ্যালেঞ্জ বইছে,অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন।একটি হলো কর্মসংস্থান অপরটি মানবসম্পদ উন্নয়ন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ সামিট অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট-২০১৪ শীর্ষক চার দিনব্যাপী সেমিনারে আজ রবিবার দ্বিতীয় দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, একটি দেশের অর্থনীতি উন্নয়নে শুধু ক্ষুদ্রঋণই যথেষ্ট নয়। এর সাথে প্রয়োজন মানবসম্পদ উন্নয়ন। আর এ মানবসম্পদ উন্নয়নে শিক্ষা অপরিহার্য। অর্থনীতিবিদদের উদ্দেশ করে তিনি বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানেই সমৃদ্ধির নিশানা পাওয়া যাবে সেখানেই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের ধারণা পুরনো নয়। ১৯৮৪ সালে সর্বপ্রথম এ ধারণা পরিলক্ষিত হয়। তাই দ্রুতই এ টেকসই উন্নয়ন এগিয়ে যাচ্ছে। সেমিনারে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান। বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আরিফিন সিদ্দিকী প্রমুখ।

আরও পড়ুন
অর্থ ও বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত