ঢাকা, ১৯ মে, ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
Breaking:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নারী স্পিকারদের সম্মেলন বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুর অনবদ্য প্লাটফর্ম: ড. শিরীন শারমিন চৌধুরী        সাংবাদিক প্রবেশের বিষয় স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক        কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী        সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের        জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি     
৩৬২

কাউনিয়ায় আরডিআরএস এর বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা প্রদান

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১  


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুরে আরডিআরএস বাংলাদেশ বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে জরুরি সাহায্য’ প্রকল্পের অধীনে নগদ ৩ লাখ টাকা ও হাইজিন কিট গত সোমবার বিতরণ করে।

প্রধান অতিথি হিসেবে সহায়তা প্রদান করেন সহকারী কমিশিনার (ভুমি) মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম ও সমাজসেবা কর্র্মকর্তা সামিউল আলম,প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। এছাড়াও উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ-এর ঊর্ধ্বতন সমন্বয়কারী (কৃষি ও পরিবেশ) মামুনুর রশীদ, সিনিয়র ম্যানেজার (কমিউনিকেশন্স) আশাফা সেলিম, কাউনিয়া উপজেলা ম্যানেজার হাফিজুর রহমান সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আরডিআরএস বাংলাদেশ দাতাসংস্থা ইউকে ফরেন কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর অর্থায়নে এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর সহায়তায় ‘রংপুর জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি সাহায্য’ প্রকল্পের আওতায় কাউনিয়ার টেপামধুপুর ইউপির ৫ ও ৬ নং ওয়ার্ডের চর গনাই, গনাই, বিশ^নাথ, হায়বৎখাঁ ও টাবু হায়বৎখাঁ গ্রামে ৩০০টি পরিবারকে প্যাকেজ ত্রাণ সহায়তা প্রদান করে। ত্রাণ সহায়তার মাঝে ছিল নগদ ৩ হাজার টাকা ও একটি হাইজিন কিট, গোসল করা সাবান লাক্স/ডেটল ১০টি, হুইল ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রামের প্যাকেট ৩টি, ১৫ পিসের সেনোরা স্যানিটারি ন্যাপকিন প্যাকেট ১টি, ঢাকনাসহ প্লাস্টিক হ্যান্ড ওয়াশিং ডিভাইস ১টি, প্লাস্টিক মগ ১টি, ডিসপোজ্যাবল সার্জিকেল মাস্ক ৫০টি ও সচেতনতামূলক প্রচারপত্র ২ পাতা। 

 

 

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত