ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ || ৫ কার্তিক ১৪৩২
Breaking:
অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে: ইসি সচিব     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  জানুয়ারিতে নির্বাচন চায় গণঅধিকার পরিষদ        শাপলা না পেলে আইনিভাবে লড়াই করবো: সারজিস আলম        রাজনীতিতে অনৈক্যের সুর : মির্জা ফখরুল     
২৫১

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৫  

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া


যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছার পর হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিবারের সদস্যরা। 

গণমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, বিমানবন্দরে খালেদা জিয়াকে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। এ ছাড়া হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ছেলে তারেক রহমান, নাতনি জাইমা রহমান, পরিবারের সদস্যরাসহ বিএনপির নেতাকর্মীরা।

পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে তারেক রহমান সরাসরি হাসপাতালে নিয়ে যান।

বিএনপির মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি কালো গাড়িতে খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান।

গাড়িটি নিজেই চালাচ্ছেন তিনি।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স’ ঢাকা ছাড়েন খালেদা জিয়া।

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত