ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৬ || ১০ মাঘ ১৪৩২
Breaking:
চারটি প্রশ্নে ‘হ্যাঁ-না’ ভোটের সিদ্ধান্ত অগণতান্ত্রিক: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  সরকার গঠন করলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির        বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি : সালাহউদ্দিন     
৫২২

বৃহস্পতিবার থেকে শিথিল হচ্ছে লকডাউন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১২ জুলাই ২০২১  

বৃহস্পতিবার থেকে শিথিল হচ্ছে লকডাউন

বৃহস্পতিবার থেকে শিথিল হচ্ছে লকডাউন


করোনা সংক্রমণ ঠেকাতে আরোপিত সর্বাত্মক লকডাউন আট দিনের জন্য শিথিল করা হচ্ছে। সরকারের এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনা মহামারির বিস্তার রোধকল্পে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনেষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ২৮ জুন থেকে সীমিত পরিসরে লকডাউন আরোপ করলে সারা দেশে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ১ জুলাই থেকে সারা দেশে চলছে সর্বাত্মক লকডাউন। এই লকডাউনের মেয়াদ ছিল আগামী ১৪ জুলাই পর্যন্ত। 

সোমবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের জানান, ঈদুল আযহাকে সামনে রেখে গরু ব্যবসায়ী ও দোকান মালিকদের কথা বিবেচনা করে সরকার চলমান কঠোর লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

তার কিছুক্ষণ পরই রেলপথ মন্ত্রণালয় জানায়, আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে রেল যোগাযোগ ফের চালু হচ্ছে। 


মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত