ঢাকা, ১২ জুলাই, ২০২৫ || ২৮ আষাঢ় ১৪৩২
Breaking:
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠিত হতে দেব না: মামুনুল হক      শিল্পী ফরিদা পারভীনের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান খালেদার     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা        শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক        ভিন্ন একটি চক্র ভোট নিয়ে টালবাহানা করছে : রিজভী        সংবিধানের ‘চতুর্থ তফসিলে’ জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করার পক্ষে বিএনপি     
১৫১২

করোনা নিয়ে বিএনপির আন্দোলনের ইচ্ছা পূরণ হয়নি : তথ্যমন্ত্রী

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২১  

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ


তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা নিয়ে বিএনপির আন্দোলনের ইচ্ছা পূরণ হয়নি।

তথ্য মন্ত্রী বলেন, “করোনা পরিস্থিতি নিয়ে বিএনপি আন্দোলন করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই ইচ্ছা পুরণ হয়নি। এখন তারা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করতে চায়। কিন্তু তাদের সেই আকঙ্খাও পূরণ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার যথাসময়ে ভ্যাকসিন নিয়ে আসার ব্যবস্থা করেছে।”
হাছান মাহমুদ বৃহস্পতিবার রাতে কক্সবাজারের রামুতে বঙ্গবন্ধু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি মনে করেছিল করোনা আসার পর অনাহারে দেশে হাজার হাজার মানুষ মারা যাবে। বিএনপি আন্দোলনে নামবে। কিন্তু তাদের সেই ইচ্ছা পূরণ হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে একজন লোকও অনাহারে মারা যায়নি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন ভ্যাকসিন নিয়ে কথা বলছে। তারা প্রথমে বলেছে সরকার ভ্যাকসিন পাবে না। তাদের এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন তারা বলছে ভ্যাকসিনের দাম বেশি। মন্ত্রী বলেন, ‘বিএনপি একের পর এক মিথ্যা কথা বলছে। আওয়ামী লীগ সরকারের উদ্যোগে সময় মতো মানুষ ভ্যাকসিন পাবে।’

‘যারা উন্নয়ন পছন্দ করে না তারা শুধু সরকারের সমালোচনা করে’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘আজ উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ বদলে যাচ্ছে। শেখ হাসিনার সরকার বয়স্ক ও বিধবা ভাতা চালু করেছে। মাতৃত্ব ভাতা চালু করেছে। এমনকি স্বামী পরিত্যক্তাদের জন্যও ভাতা চালু করেছে। এমন নজির ইউরোপ আমেরিকার মত উন্নত দেশেও নেই।’

তিনি বলেন, বাংলাদেশ আগে ছিল খাদ্য ঘাটতির দেশ। এখন খাদ্য উদ্বৃত্তের দেশ। আগে ছিল ‘বটমলেস বাস্কেট’। এখন ‘উপচে পড়া ঝুড়ির দেশ’। দেশের এই বদলে যাওয়া কোন যাদু মন্ত্র বলে হয়নি। আওয়ামী লীগ সরকারের কারণে হয়েছে। শেখ হাসিনার সাহসী ও যাদুকরি নেতৃত্বের কারণে হয়েছে।
রামু খিজারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু উৎসবের চতুর্থ দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন ও স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

নুরুল ইসলাম সুজন বলেন, বিএনপির কথা ও কাজে মিল নেই। তারা শুধু মিথ্যা অভিযোগ করে সরকারের সমালোচনা করে। দেশের উন্নয়ন দেখে তাদের মাথা ঠিক নেই।

মন্ত্রী বলেন, সরকার দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। আগামী বছরের শেষ নাগাদ রেল লাইন নির্মাণ কাজ শেষ হবে। রাজধানী ঢাকা থেকে ট্রেনে চড়ে মানুষ কক্সবাজার ভ্রমণে আসতে পারবে।বাসস


 

মুক্তআলো২৪.কম       

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত