ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ || ৪ পৌষ ১৪৩২
Breaking:
ইন্টারনেট ব্যবহার করে না দেশের অর্ধেক মানুষ: বিবিএস      ১০ মাসে আটটি যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি: ট্রাম্প      খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসা নিতে পারছেন: ডা. জাহিদ     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  হাজারীবাগে হোস্টেলে মিললো এনসিপি নেত্রী জান্নাতারার মরদেহ        মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান     
২১৬

মেঘনায় ট্রলারডুবি, ১৮ যাত্রী নিখোঁজ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৩১ মে ২০২৫  

মেঘনায় ট্রলারডুবি, ১৮ যাত্রী নিখোঁজ

মেঘনায় ট্রলারডুবি, ১৮ যাত্রী নিখোঁজ


নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ৩৯ জন যাত্রী নিয়ে হাতিয়ার ভাসানচর থেকে নোয়াখালী অভিমুখে যাত্রা শুরু করে ট্রলারটি। বিকেল ৩টার দিকে নদীর মাঝপথে পৌঁছালে এটি দুর্ঘটনার কবলে পড়ে।এ ঘটনায় ২১ যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ১৮ জন নিখোঁজ রয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈরী আবহাওয়া ও উত্তাল নদীর কারণে ট্রলারটি ডুবোচরে আঘাত লেগে ডুবে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় জেলেরা দ্রুত কয়েকটি ট্রলার নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। তাদের সহায়তায় ২১ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এখনো ১৮ জন নিখোঁজ রয়েছেন।

হাতিয়ার চানন্দী ইউনিয়নের তিনটি মাছ ধরার নৌকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। ঝড়ো হাওয়া ও প্রবল ঢেউয়ের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হলেও স্থানীয়দের সহযোগিতায় তা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজদের স্বজনরা স্থানীয় ঘাটে ভিড় করছেন এবং নিখোঁজদের দ্রুত সন্ধানের দাবি জানিয়েছেন।

ভাসানচরে বসবাসকারী জিহাদ উদ্দিন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মেঘনা নদীতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। সে সময় নদীতে উচ্চ ঢেউ ও প্রবল বাতাস থাকায় ট্রলারটির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।









মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত