ঢাকা, ২৮ মে, ২০২৫ || ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
Breaking:
আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ঈদুল আজহায় আন্তরিকভাবে কাজ করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ আইজিপির        কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না        নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশ বিএনপি     
৩৯

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুল’

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৬ মে ২০২৫  

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুল’

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুল’


বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়-‘ঝুমুল’। মঙ্গলবার (২৭ মে) এই লঘুচাপ সৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। এ বিষয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি বলছে, বুধবার থেকে দেশের ওপর সক্রিয় হতে পারে ‘ঝুমুল’ বৃষ্টিবলয় এবং ৩ জুন পর্যন্ত এর প্রভাব বিস্তৃত থাকতে পারে। এটি একটি পূর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টিবলয়, যা দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে। বিশেষত রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ‘ঝুমুল’ -এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। এছাড়াও রাজধানীসহ বরিশাল, ও রাজশাহী বিভাগেও এর উল্লেখযোগ্য প্রভাব অনুভূত হবে।

অন্যদিকে, মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তাই বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য আবহাওয়াবিদরা পরামর্শ দিয়েছেন।









মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত