ঢাকা, ০৪ মে, ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১
Breaking:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস ইউনিটির নাম সংশোধন      এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ১২ মে      সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসায় যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘শান্তির সংস্কৃতি’ সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত        সরকারকে চাপে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই চাপে আছে:ওবায়দুল কাদের        সাধারণ রোগী হিসেবে এনআইও-তে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী     
৬৩১

সংসদে মংলা বন্দর কর্তৃপক্ষ বিল- ২০২১সহ তিনটি বিল উত্থাপন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১  

সংসদে মংলা বন্দর কর্তৃপক্ষ বিল- ২০২১সহ তিনটি বিল উত্থাপন

সংসদে মংলা বন্দর কর্তৃপক্ষ বিল- ২০২১সহ তিনটি বিল উত্থাপন


জাতীয় সংসদে আজ মংলা বন্দর কর্তৃপক্ষ বিল- ২০২১সহ তিনটি বিল উত্থাপন করা হয়েছে।
উত্থাপিত অন্য বিল দু’টি হচ্ছে, বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড নিবন্ধন ও পরিচালনা বিল- ২০২১ এবং শিশু দিবাযতœ কেন্দ্র বিল- ২০২১।


বিল তিনটি উত্থাপন করেন যথাক্রমে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন্নেছা।

মংলা পোর্ট অথরিটি অধ্যাদেশ রহিত করে মংলা বন্দরের কার্যক্রম আরো গতিশীল এবং কার্যকরভাবে পরিচালনা ও অন্যান্য আনুসাঙ্গিক বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করে মংলা বন্দর কর্তৃপক্ষ বিল- ২০২১ উত্থাপন করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ২ মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

দেশের পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়নে এর কার্যকর পরিচালনায় সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করে বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড নিবন্ধন ও পরিচালনা বিল, ২০২১ উত্থাপন করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে আগামী এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

শিশুদের দিবাকালীন যতœ, পরিচর্যায় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে শিশু দিবাযতœ কেন্দ্র প্রতিষ্ঠাসহ এ বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করে শিশু দিবা যতœ কেন্দ্র বিল- ২০২১ উত্থাপন করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ২ মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

এছাড়া আজ সংসদে আয়োডিনযুক্ত লবন বিল- ২০২১ এর ওপর শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন পৃথকভাবে সংসদে উপস্থাপন করা হয়।

এর আগে আজ অধিবেশনের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদে ১৯৭২ সালের ৩ এপ্রিল তৎকালীন ঢাকা স্টেডিয়াম এবং বর্তমান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর দেয়া ভাষণের ভিডিও প্রদর্শন করা হয়।বাসস



 


মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত