ঢাকা, ০৫ মে, ২০২৪ || ২২ বৈশাখ ১৪৩১
Breaking:
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  মন্ত্রী-এমপি’র স্বজনদের স্থানীয় সরকার নির্বাচনে বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত : ওবায়দুল কাদের        আন্তর্জাতিক চাহিদার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির        সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রী     
১৯৩৪

বেড়েছে লেনদেন,পুঁজিবাজারে সূচক কমেছে

অনলাইন

প্রকাশিত: ৩ জুলাই ২০১৪   আপডেট: ১৭ জুলাই ২০১৪

শেয়ার বাজার

শেয়ার বাজার

বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ৩০ পয়েন্ট কমে ৪ হাজার ৪৩৬ পয়েন্ট হয়েছে।এদিন হাতবদল হয়েছে প্রায় ২৬২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১৪ কোটি টাকা বেশি।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ৪২ পয়েন্ট কমে ৮ হাজার ৪৬৩ পয়েন্ট হয়েছে।লেনদেন দাঁড়িয়েছে ২৪ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা বেশি।বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১১৭ টির দাম বেড়েছে, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৫ পয়েন্ট কমে এক হাজার ৬২২ পয়েন্ট হয়েছে।সপ্তাহে শেষে ডিএসইতে সার্বিক সূচক বেড়েছে ২৭ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৩২২ কোটি টাকার শেয়ার।আগের সপ্তাহে ডিএসই’র সার্বিক সূচক ৮১ বাড়ে। দৈনিক গড়ে লেনদেন হয় ২৮৭ কোটি টাকার শেয়ার।তার আগের সপ্তাহে ৮০ পয়েন্ট সার্বিক সূচক কমে ডিএসইতে, দৈনিক গড়ে লেনদেন হয় ২৭৯ কোটি টাকার শেয়ার।

 

শেয়ার বিভাগের সর্বাধিক পঠিত