ঢাকা, ০৪ মে, ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে      পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : আরাফাত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের        সুন্দরবনে ভয়াবহ অগ্নিকান্ড        বাংলাদেশের সাথে গাম্বিয়ার বাণিজ্য ও কৃষিতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর        অর্থমন্ত্রী আইডিবির সভায় অংশগ্রহণ ও সৌদি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন        মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : পররাষ্ট্রমন্ত্রী     
৯৬৩

বেড়া পৌর নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১  

মুক্তআলো২৪.কম

মুক্তআলো২৪.কম

বেড়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার বেড়া পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে বাতেন বাহিনীর হাতে নৌকা মার্কার  মিছিলে হামলা  মারপিট ও অফিস ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০জন আহত হয়েছে।  এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (১৭নভেম্বর) সন্ধা সাতটার সময় বেড়া পৌরসভার নির্বাচনী প্রচারনার লক্ষে নৌকা মার্কার সমর্থকেরা একটি মিছিল বের করে হাতিগাড়া চৌরাস্তা মোড়ে পৌছায়। এসময় বিপরিত দিক থেকে নারিকেল গাছ মার্কার প্রার্থী আব্দুল বাতেন ও তার সমর্থক দল নিয়ে আসে এবং অর্তকিত নৌকার মিছিলে হামলা চালিয়ে মারপিট করে। মিছিলকারিরা ছত্রভঙ্গ হলে বাতেনের সন্ত্রসী বাহিনী নৌকার নির্বাচনী অফিস ভাংচুর করে। খবর পেয়ে বেড়া থানা পুলিশ ঘটনাস্থলে আসলে বাতেন ও তার সমর্থকেরা পালিয়ে যায়। এ হামলায় নৌকার মার্কার সমর্থক মুন্নাফ (১৮) আল মাহমুদ (১৯) আরিফুল, শাহদত প্রামানিক, মিলন ফকির, ফারুক খান, শাহিন খাঁ ,দুলাল প্রমানিকসহ ১০ থেকে ১২জন আহত হয়েছে। তারা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন।

হাতিগাড়া মহল্লার শাহাদত হোসেন বলেন,  নৌকার মার্কার পক্ষে আমরা একটি শান্তি পূর্ন মিছিল করছিলাম। এসময় নারিকেল গাছ মার্কার প্রার্থী আব্দুল বাতেন ও তার সমর্থক সন্ত্রসী বাহিনী নৌকার মিছিলের উপর আতকিত হামলা চালিয়ে আমাদের মারপিট কর্।ে পরে তারা নৌকার নির্বাচনী অফিস ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ এলে বাতেন ও তার বাহিনী এলাকা থেকে চলে যায়।

এলাকাবাসি বাতেন বাহিনীর ভয়ে আতংক বিরাজ করছে। তাদের আশংকা যে কোন মহুত্বে আবারো সে আক্রমন করতে পারে। এব্যাপারে বেড়া থানায় মামলার প্রস্তুতি চলছে। এ সংবাদ ছরিয়ে পরলে পৌর এলাকা আওয়ামী লীগ সমর্থকরা মাঠে নেমে বাতেনেরে বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। বেড়া পৌর নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ

বাতেনের সন্ত্রাসী বাহিনীর হাতে নৌকার মিছিলে হামলা মারপিট অফিস ভাংচুর। আহত- ১০।






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত