ঢাকা, ০৪ মে, ২০২৪ || ২০ বৈশাখ ১৪৩১
Breaking:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস ইউনিটির নাম সংশোধন      এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ১২ মে      সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসায় যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘শান্তির সংস্কৃতি’ সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত        সরকারকে চাপে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই চাপে আছে:ওবায়দুল কাদের        সাধারণ রোগী হিসেবে এনআইও-তে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী     
৫১২

বেড়া থানা কতৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে- উদযাপন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২  


মুরাদ হোসেন, বেড়া পাবনা প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি- শৃঙ্খলা সর্বত্র ” এই স্লোগান কে সামনে রেখে বেড়ায় উদযাপিত হলো কমিউনিটি পুলিশিং ডে -২০২২। ২৯ তারিখ (শনিবার) সকাল ১১ টায় বেড়া থানা কতৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে -২০২২ উপলক্ষে একটি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বেড়া মডেল থানা চত্ত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌর মেয়র এড্যাঃএস.এম আসিফ শামস্ রঞ্জন , উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল, কল্লোল কুমার দত্ত, উপস্থিত ছিলেন, বেড়া (ভূমি) কমিশনার রিজু তামান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেড়া নাগরিক কমিটি ফাউন্ডেশনের সভাপতি আল-মামুদ সরকার, বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ মোল্লা, পাবনা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ময়ছার খান, বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপস্থিত ছিলেন বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃসিদ্দিক হোসেন, ও বেড়া মডেল থানার পুলিশ সদস্য বৃন্দ। এছাড়া ও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য পৌর মেয়র আসিফ শামস্ রঞ্জন বলেন, বেড়া মডেল থানা পুলিশ মাদক ও অপরাধ নিয়ন্ত্রনে বড় ভুমিকা পালন করে আসছেন।কমিউনিটি পুলিশিং হলো তৃণমূল পর্যায়ে পুলিশ ও জনগণের সেতুবন্ধন। এজন্য বলা হয় পুলিশই জনতা – জনতাই পুলিশ। তিনি বলেন কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু হওয়ায় দেশের মানুষ সচেতন হয়েছে, তারা যে কোনো সমস্যায় পুলিশের সরণাপন্ন হচ্ছে। এজন্য তাদের সবসময় থানায় আসতে হচ্ছে না বিট পুলিশিং এর মাধ্যমে তারা সেবা গ্রহন করতে পারছে। অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল কল্লোল কুমার দত্ত বলেন, থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি।






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত