ঢাকা, ০৩ মে, ২০২৪ || ২০ বৈশাখ ১৪৩১
Breaking:
অপতথ্য রোধে সরকার, পেশাদার গণমাধ্যম এবং সুশীল সমাজ কাজ করতে পারে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী      মহান মে দিবস পালিত      আগামীকাল শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন      নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: ওবায়দুল কাদের        সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ        উপজেলা নির্বাচনে জনগণই তাদের পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচিত করুক : প্রধানমন্ত্রী     
১০৪২

পাবনায় সাবেক মেয়র বাতেন আবু সাইদ পক্ষে তান্ডব,৫পুলিশসহ আহত ১৫

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৬ মে ২০২২  


বেড়া পাবনা প্রতিনিধি:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার বেড়ায়  সাবেক  মেয়র বাতন ও  আবু সাইদের রাজনৈতিক  ছত্রছায়ায় আশরাফ বাহিনীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জানা যায় আবু সাইদ ঈদের দু’দিন আগে এলাকায় প্রবেশ করেন এবং ঈফতার পাটির নামে সরকার বিরোধী লিফলেট বিতরণ করেন, সেখানে তার কিছু সমর্থদের মর্ধে হট্টোগোল হয়।



তিনি এলাকায় আসার পর থেকে  রাজনীতি  অঙ্গনে টানটান উত্তেজনা বিরাজ করে,তিনি এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করে, তারই জের ধরে কোল ঘাটে যোগ দিছে বাতেন সহ আশরাফ বাহিনী  সহ কর্মী মুকুর,জামরুল, আরব,আমিনুল খায়রুল, তোরাফ, সেলটু, হাবিবুর রহমান হবি,আণোয়ার হোসেন তারা,ইশা,সবুজ,মনি,মুনজু,ইয়ামিন,মতিউর রহমান মজনু  সহ প্রায় ৩ শ থেকে ৪ শ জনের একটি গুরুপ বৃশালিখা কোল ঘাট জোর পুর্বক দখলের চেষ্টা নেয় ।

এতে ইমরান বাহিনী বাধা দিলে শুরু হয় আশরাফ বাহিনীর সাথে সংঘর্ষ । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থাল পৌছালে  ইমরান বাহিনী দৌরে চলে যায় কিন্তু আশরাফ বাহিনী ধাওয়া করে পুশিশকে ছাড় দেয়নি আশরাফের ভাই জামরুল পুলিশ কে লক্ষ করে ইটপাকেল ছুরে মারে এবং পুলিশের উপর হামলা চালায় এতে তিন পুলিশ আহত হয় একজনের শরিরে দা,ফালার আঘাত লাগে, সেই পুলিশ সদস্য বেশ গুরুত্বর আহত হয় ।খবর পেয়ে থানা হতে আরো ফোর্স এসে তাদের উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করে ।

এ ঘটনা বৃহস্পতিবার (৫ মে) বিকেলে বেড়া পৌর এলাকার বৃশালিখা জাহাজ ঘাট এলাকায় বর্তমান মেয়র ইমরান সমর্থ  ও সাবেক মেয়র আব্দুল বাতেনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

রঞ্জন ও বাতেন সম্পর্কে আপন চাচা-ভাতিজা। রঞ্জন পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনের সংসদ সদস্য এ্যাড,শামসুল হক টুকুর ছেলে ও বাতেন ছোট ভাই। আশরাফ ও আরব বৃশালিখা কোল ঘাটে  সরকারি কোটি টাকার খাষ জমি দখল করে দোকান পাট দখল করে অনেক বছর অবৈধ ব্যবসা করছে এদের লালন পালন করেন আশরাফ প্রমানিক তিনি বৃশালিখা গ্রামের আউয়ালের বড়  ছেলে  এলাকার,বড় সন্তাসী  তিনি সিনিয়র সাংবাদিক আরব আলী পিটিয়েছিলেন সে মামলা চলমান। 

পুলিশ ও স্থানীয়রা , আরো জানান  প্রায় দশ বছর আগে বেড়া পৌর এলাকার বৃশালিখায় হুরাসাগর নদী তীরে  নৌবন্দর গড়ে তোলেন তৎকালীন পৌর মেয়র আব্দুল বাতেন। পরে বিআইডব্লিউটিএ উচ্ছেদ করলেও পরবর্তীতে আবারও ঘাটটি চালু করেন আব্দুল বাতেন। নৌ বন্দরের পাশে আশরাফ বাহিনী  শতাধিক দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন বাতেন ও আশরাফ।নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে ঘাট ও দোকানপাট দখলে মরিয়া হয়ে উঠেছে বাতেন ও আশরাফ বাহিনী  ।

বৃহস্পতিবার দুপুরে রমজানের সমর্থকরা দোকানপাটে তালা ঝুলিয়ে দেয়।  খবর পেয়ে বাতেনের সর্মথকরা তালা ভেঙে দোকানপাট খোলার চেষ্টা করে। এ সময় উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বেড়া পৌর আওয়ামীলীগের সেক্রেটারি  নজরুল ইসলাম সেখানে গেলে তাকে সহ ধাওয়া করে আশরাফ বাহিনী ।পরে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। বাতেন ও আশরাফ বাহিনী  পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। সংঘর্ষে ৫ পুলিশ সদস্য অন্তত ২০ জন আহত হয় 

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, বাতেন আশরাফ ও ইমরান  গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। বিকেলে বৃশালিখা ঘাট এলাকায় দোকানপাট দখলকে কেন্দ্র করে উভয় পক্ষ মুখোমুখি সংষর্ষে লিপ্ত হন। পুলিশ ফোর্স দ্রুত সেখানে গাড়ি নিয়ে পৌছালে সেখান সাবেক মেয়র বাতেন ও  আশরাফ  গ্রুপের সমর্থকেরা আমাদের পুলিশের গাড়ির উপরে হামলা করে। ঘটনায় আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের উপর হামলা মামলা দায়ের হয়েছে।

ঘটনার বিষয়ে সাবেক মেয়র আব্দুল বাতেন ও আবু সাইদের ফোনে  বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ইমরান জানান বাতেন ও আবু,সাইদের  নির্দেশনায় আশরাফ ও মুকুল তাদের দলবল নিয়ে  আমাদের দোকান পাট  জায়গা দখলের চেষ্টা করে।আশরাফ দীর্ঘ দিন অবৈধ ভাবে ঘাট দখল করে ব্যবসা করছিল। নিষেধ করলে আমাদের উপর হামলা করে পুশিশ সদস্য সহ বেশ কয়েক জন আহত হয়েছে।বৃশালিখা গ্রামের লোকজন,তাদেন অত্যাচারে অতিষ্ঠ  হয়ে পড়েছে সে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।  । 







মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত