ঢাকা, ০৩ মে, ২০২৪ || ২০ বৈশাখ ১৪৩১
Breaking:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস ইউনিটির নাম সংশোধন      এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ১২ মে      সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসায় যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘শান্তির সংস্কৃতি’ সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত        সরকারকে চাপে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই চাপে আছে:ওবায়দুল কাদের        সাধারণ রোগী হিসেবে এনআইও-তে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী     
৪৪২

নির্বাচন পর্যবেক্ষক দলে বাংলাদেশি থাকতে পারবে না

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২০  

নির্বাচন পর্যবেক্ষক দলে বাংলাদেশি থাকতে পারবে না

নির্বাচন পর্যবেক্ষক দলে বাংলাদেশি থাকতে পারবে না


বিদেশি দূতাবাসের নির্বাচন পর্যবেক্ষক দলে মিশনে কর্মরত কোনো বাংলাদেশি নাগরিক থাকতে পারবেন না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ঢাকায় বিদেশি মিশনগুলোর কাছে পাঠানো চিঠিতে এ কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


চিঠিতে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি নির্বাচন পর্যবেক্ষণের জন্য কয়েকটি মিশন পর্যবেক্ষক দল গঠন করছে বলে জানা গেছে। মন্ত্রণালয় তাদেরকে স্মরণ করিয়ে দিতে চায় যে, ২০১৮ সালের বিদেশি নির্বাচন পর্যবেক্ষক বিধিমালায় বলা হয়েছে, বিদেশি দূতাবাসগুলোতে কর্মরত বাংলাদেশি নাগরিকরা আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে নির্বাচন পর্যবেক্ষণ করার যোগ্যতা রাখেন না। তাই আন্তর্জাতিক পর্যবেক্ষক দলে দূতাবাসগুলো তাদের মিশনে কর্মরত কোনো বাংলাদেশিকে যেনো না রাখে সে বিষয়টি তারা বিবেচনা করবে বলে মন্ত্রণালয় আশা করছে।


প্রসঙ্গত, আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ৭৪ জনকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। তাদের প্রত্যেকের জন্য স্বতন্ত্র কার্ডও ইস্যু করা হয়েছে। ওই তালিকায় ৪৬ জন বিদেশি নাগরিক এবং তাদের সহায়ক বা দোভাষী হিসেবে ২৮ জন বাংলাদেশি রয়েছেন, যারা বিভিন্ন দূতাবাসে কর্মরত।

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত