ঢাকা, ০৫ মে, ২০২৪ || ২২ বৈশাখ ১৪৩১
Breaking:
অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে : তথ্য প্রতিমন্ত্রী      প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ঢাকা সেনানিবাসে নবনির্মিত এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী        মন্ত্রী-এমপি’র স্বজনদের স্থানীয় সরকার নির্বাচনে বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত : ওবায়দুল কাদের        আন্তর্জাতিক চাহিদার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির        সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রী     
১৩৮৮

করোনা যুদ্ধে আমাদের জয়ী হতে হবে:এ্যাড: শামসুল হক টুকু এমপি

মুক্তআলো ২৪.কম

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০  

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড: শামসুল হক টুকু এমপি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড: শামসুল হক টুকু এমপি

 

এ্যাড: শামসুল হক টুকু এমপি তিনি বলেন,সারাবিশ্ব আজ মরনঘাতী করোনার ছোবলে দিশেহারা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা, "অদৃশ্য শত্রু করোনা যুদ্ধে আমাদের জয়ী হতে হবে।"

শনিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড: শামসুল হক টুকু এমপি, পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে কর্মকতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে করোনা মোকাবেলা বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, করোনা মোকবেলায় যে কোন মূল্যে জনগনের স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ্যাড: শামসুল হক টুকু এমপি তিনি বলেন,জাতীয় মহাদুর্যোগে প্রতিরোধে দল মত নির্বিশেষে একজোটে কাজ করতে হবে।

তিনি বলেন,ত্রাণসামগ্রী বিতরণ, ওমমএস ও ১০টাকা কেজি দরে চাউল বিক্রয়ে কোন রকম দূর্নীতি বরদাস্ত করা হবেনা।

এ্যাড: শামসুল হক টুকু এমপি তিনি আরও বলেন,নারায়নগঞ্জ, ঢাকা ও দেশের অন্যান্য স্থান থেকে আসা প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলক হোম কোয়রেন্টাইনে রাখতে হবে। এ ব্যাপারে তিনি সামাজিক দুরত্ব বজায় রাখা ব্যাক্তিগত সুরক্ষার পরামর্শ দেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ।আরও বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌরমেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, এমপি পুত্র এ্যাড: আসিফ শামস রঞ্জন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: ফাতেমা তুজ জান্নাত, সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান, অধ্যাপক আব্দুদ দাইন সরকার, পিআইও আব্দুল্লাহ আল জাবির, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক আবুল কাশেম ও রতন দাস।

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত