ঢাকা, ০৪ জুলাই, ২০২৫ || ১৯ আষাঢ় ১৪৩২
Breaking:
হঠাৎ খুশিতে নাচছেন শেখ হাসিনা : রনি      স্টুডেন্ট ভিসার আবেদন ফের চালু করলো যুক্তরাষ্ট্র      রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  তদন্তে সেনা সদস্যদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে        আনুপাতিক নয়, চিরায়ত গণতন্ত্রের ভোটই চায় বিএনপি : রিজভী        টেলিকম খাতে নতুন নীতিমালার বিষয়ে বিএনপির উদ্বেগ     
২৯৪

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে শেরপুরের ৩ আসামীর যাবজ্জীবন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪  

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে শেরপুরের ৩ আসামীর যাবজ্জীবন কারাদন্ড

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে শেরপুরের ৩ আসামীর যাবজ্জীবন কারাদন্ড


মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় শেরপুরের নকলা উপজেলার তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ রায় দেয়।
দন্ডিত তিন আসামী কারাবন্দী। তারা হলেন-আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন।
রায়ের বিষয়টি বাসসকে জানান প্রসিকিউটর সুলতান মাহমুদ শিমন।
গত ২৪ জানুয়ারি শুনানি শেষে রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন ট্রাইব্যুনাল। আজ রায় ঘোষণার দিন গতকাল ধার্য করে দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আবদুস সোবহান তরফদার ও আবদুস সাত্তার পালোয়ান। প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।
জেলার নকলার চার রাজাকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই বছরের ৩১ অক্টোবর ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হয়। ২০১৮ সালের ৩০ আগস্ট আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। চার আসামির মধ্যে বিচার চলাকালে এমদাদুল হক খাজা নামে এক আসামি মারা যান।

 

 

 

 

মুক্তআলো২৪.কম

 
 
 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত