ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ || ২ আশ্বিন ১৪৩২
Breaking:
আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই : মির্জা ফখরুল     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান        পিআর পদ্ধতির দাবি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে ‘মুনাফেকি’: রিজভী     
৫১৯

টানা ২২ দিন করোনায় মৃত্যু শূন্য দেশ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১২ মে ২০২২  


করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ২২ দিন দেশ মৃত্যু শূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা যায়। 

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এতে বলা হয়, আজ দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ৫১ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৩৩ জন।
দেশে গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫১ জন। শনাক্তের হার দশমিক ৮৯ শতাংশ। আগের দিন ৬ হাজার ১৮২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৩ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৫৩ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ৯৬৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৯৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৮৭৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৩ জন। শনাক্তের হার ১ দশমিক ১০ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ২৯ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৯১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৬০৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ।






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত