ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকায় ভিসা সেন্টার চালু করেছে চীনা দূতাবাস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বচ্ছতার সাথে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে : তথ্য প্রতিমন্ত্রী        বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী     
৭৫৭

৭ আগস্ট প্রকাশিত হতে পারে এইচএসসি পরীক্ষার ফল

অনলাইন

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৪   আপডেট: ২৩ জুলাই ২০১৪

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল,পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যেই প্রকাশিত হতে যাচ্ছে । আগামী ৭ আগস্ট এ ফল প্রকাশ করা হতে পারে। রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে ওই দিনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম জানান, কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে। এবারও তার ব্যত্যয় হবে না। এ লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জানা গেছে, আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সিডিউল না মিললে ফল প্রকাশ এক দিন এগোতে বা পেছাতে পারে।
গত ৩ এপ্রিল সারা দেশে একযোগে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষা শুরু হয়। পরীক্ষা ৫ জুন শেষ হওয়ার কথা থাকলেও ৮ জুন শেষ হয়। প্রশ্ন ফাঁসের কারণে ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ৮ জুন অনুষ্ঠিত হয়।
এবার ১০ বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

আরও পড়ুন
শিক্ষা ও গবেষণা বিভাগের সর্বাধিক পঠিত