ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকায় ভিসা সেন্টার চালু করেছে চীনা দূতাবাস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী        ন্যাপ এক্সপো-২০২৪ উদ্বোধন প্রধানমন্ত্রীর        যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী        কাতারের আমীরকে লাল গালিচা অভ্যর্থনা দেয়া হয় ঢাকা বিমানবন্দরে     
১৩৪৫

২৪ অক্টোবর মেডিক্যালে ভর্তি পরীক্ষা

অনলাইন

প্রকাশিত: ২০ আগস্ট ২০১৪   আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৪

নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ২৪ অক্টোবর পরীক্ষা নেওয়া হবে দেশের মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোতে ।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মেডিকেল এডুকেশন ) এ বি এম আবদুল  হান্নান বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, ২৪ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের সব পাবলিক ও প্রাইভেট মেডিক্যাল ও ডেন্টাল কলেজে একযোগে পরীক্ষা হবে। এবার সারা দেশে ২২টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি।বর্তমান পদ্ধতি অনুযায়ী এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকলে মেডিক্যালে ভর্তির আবেদন করা যায়। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পান। এবার ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পাস নম্বর ২০ থেকে বাড়িয়ে ৪০ করা হয়েছে।
বাংলাদেশের সবগুলো মেডিক্যাল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট আট হাজার ৪৯৩টি আসন রয়েছে। এর মধ্যে ২২টি সরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা দুই হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিক্যালে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। এছাড়া ৯টি `পাবলিক` ডেন্টাল কলেজ ও মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে।

আরও পড়ুন
শিক্ষা ও গবেষণা বিভাগের সর্বাধিক পঠিত