ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
Breaking:
রাঙ্গামাটির সাজেকে ট্রাক খাদে পড়ে ছয়জন নিহত, আহত-৭      কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর        মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের        থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা     
১৫৯৩

হেয়ার স্প্রে কাপড়ের কালির দাগ দূর করে !

অনলাইন ডেক্স

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯  

হুট করে কালির দাগ কিংবা লিপস্টিকের দাগ লেগে শখের পোশাকটির দফারফা আর হবে না, যদি জানা থাকে সহজ কিছু উপায়। জেনে নিন কাপড় থেকে বিভিন্ন ধরনের দাগ কীভাবে দূর করবেন।

কাপড়ে লিপস্টিকের দাগ লাগলে দুশ্চিন্তার কারণ নেই। হেয়ার স্প্রের সাহায্যে খুব সহজে দূর করতে পারেন এই দাগ। দাগের উপর হেয়ার স্প্রে ছিটিয়ে দিন। ১০ মিনিট পর ভেজা কাপড় দিয়ে ঘষে দাগ উঠিয়ে ফেলুন। কাপড় পরিষ্কার করে ফেলুন সাধারণভাবে।

কফির দাগ
কাপড়ে কফির দাগ লাগার সঙ্গে সঙ্গে কল ছেড়ে কাপড়ের উল্টোদিক ধরুন নিচে। ধীরে ধীরে উঠে যাবে দাগ। না উঠলে সামান্য লিকুইড ডিশ ওয়াশিং সোপ পানির সঙ্গে মিশিয়ে দাগের উপর ঘষুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
কালির দাগ
অসাবধানতাবশত পোশাকে কলমের কালির দাগ লেগে গেলে সাহায্য নিতে পারেন হেয়ার স্প্রের। দাগের উপ হেয়ার স্প্রে ছিটিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। পেপার টাওয়েল দিয়ে ঘষে ধুয়ে ফেলুন পোশাক।
তেলের দাগ
পোশাকে তেলের দাগ লাগার সঙ্গে সঙ্গে পেপার টাওয়েল চেপে বাড়তি তেল দূর করুন। তারপর বেবি পাউডার কিংবা ময়দা ছিটিয়ে দিন দাগের উপর। 

 

মুক্তআলো২৪.কম/২৮ জানুয়ারি, ২০১৯

 

আরও পড়ুন
লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত