ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
Breaking:
রাঙ্গামাটির সাজেকে ট্রাক খাদে পড়ে ছয়জন নিহত, আহত-৭      কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর        মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের        থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা     
১৩৩৭

সেন্ট্রাল ব্যাংকিং কোর্স শুরু রবিবার থেকে

অনলাইন

প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৪   আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৪

সোনারগাঁও হোটেলে শুরু হতে যাচ্ছে ছয় দিনব্যাপী ২৯তম সেন্ট্রাল ব্যাংকিং কোর্স আগামীকাল রবিবার থেকে ।
সিয়েনজাভুক্ত ব্যাংকগুলোর কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন ও পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা আদান-প্রদানের উদ্দেশে সেন্ট্রাল ব্যাংকিং কোর্স আয়োজন করছে বাংলাদেশ ব্যাংক।
সোনারগাঁও হোটেলে সকাল ৯টায় এ কোর্স উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী। এতে বাংলাদেশ ব্যাংকের ২০ জন কর্মকর্তা ১৫টি দেশের ব্যাংকের ৪০ জন প্রতিনিধি অংশ নেবেন। এ ছাড়া বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর, ডেপুটি গর্ভনর, নির্বাহী পরিচালকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এ এফ এম আসাদুজ্জামান।
উল্লেখ্য, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ২০টি দেশের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক খাত তদারকি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি আঞ্চলিক ফোরাম সিয়েনজা।

আরও পড়ুন
অর্থ ও বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত