ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকায় ভিসা সেন্টার চালু করেছে চীনা দূতাবাস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বচ্ছতার সাথে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে : তথ্য প্রতিমন্ত্রী        বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী     
২৬১

সম্প্রীতি বাংলাদেশ-এর প্রতিবাদ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৭ জুলাই ২০২২  


মুক্তিযুদ্ধের চেতনা,জাতির পিতার অসাম্প্রদায়িক দর্শন এবং শত সহস্্র বৎসরের বাঙালি জাতিস্বত্তার ঐতিহ্য বিনষ্ট করতে একটি সুবিধাবাদী স্বার্থান্বেষী গোষ্ঠি প্রায়শই পরিকল্পিতভাবে দেশাভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে। সম্প্রীতি ও সমৃদ্ধির চলমান প্রক্রিয়া ব্যহত করতে তারা বারবার আঘাত হানার দুঃসাহস দেখাচ্ছে মুক্তিযুদ্ধেও চেতনাশ্রিত রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে।

এই সাম্প্রদায়িক অপশক্তির দুঃসাহস চিরতরে বন্ধ করতে দেশের সকল মুক্তবুদ্ধিসম্পন্ন ব্যক্তির সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহবান জানাচ্ছে সম্প্রীতি বাংলাদেশ। একই সঙ্গে পরিকল্পিত এবং অতর্কিত আক্রমণের শিকার হওয়া ক্ষতিগ্রস্থ দুর্বল জনগোষ্ঠির জন্য নিছক সমবেদনা নয়, বিপদেও দিনে তাদের পাশে দাঁড়িয়ে সর্বাত্বক সহমর্মিতার প্রতিশ্রুতি দেয় সম্প্রীতি বাংলাদেশ। 
সম্প্রীতি বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে সম্প্রীতি বিনষ্টের যে কোন প্রচেষ্টাকে সম্মিলিতভাবে রুখে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। 
জয় বাংলা।
বিবৃতিতে স্বাক্ষরদাতা: 
১)    পীযূষ বন্দ্যোপাধ্যায়-আহবায়ক, সম্প্রীতি বাংলাদেশ
২)    মেজর জেনারেল(অব.)মোহাম্মদ আলী শিকদার-যুগ্ম আহবায়ক, সম্প্রীতি বাংলাদেশ
৩)    ডা. উত্তম কুমার বড়ুয়া- যুগ্ম আহবায়ক, সম্প্রীতি বাংলাদেশ
৪)     মো. নাসির উদ্দিন আহমেদ-সাবেক সচিব ও যুগ্ম আহবায়ক, সম্প্রীতি বাংলাদেশ
৫)    অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীল- সদস্য সচিব, সম্প্রীতি বাংলাদেশ
৬)    রেভারেন্ট মার্টিন অধিকারী- কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য, সম্প্রীতি বাংলাদেশ 
৭)    জয়শ্রী বন্দ্যোপাধ্যায়-কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য, সম্প্রীতি বাংলাদেশ  
৮)    অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী- কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য, সম্প্রীতি বাংলাদেশ 
৯)    আতিকুর রহমান- সাবেক রাষ্ট্রদূত ও সচিব, কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য, সম্প্রীতি বাংলাদেশ  
১০)     মিহির কান্তি ঘোষাল, সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য, সম্প্রীতি বাংলাদেশ  
১১)     আলি হাবিব, কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য, সম্প্রীতি বাংলাদেশ  
১২)     মেজর জেনারেল(অব.) জন গোমেজ
১৩)     বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক
১৪)     অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
১৫)     তাপস হালদার-কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য, সম্প্রীতি বাংলাদেশ  
১৬)     অধ্যাপক আবদুল মান্নান, সাবেক চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন 
১৭)     ড. বিমান বড়–য়া-কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য, সম্প্রীতি বাংলাদেশ  
১৮) ড. অসীম কুমার সরকার, কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য, সম্প্রীতি বাংলাদেশ  
     ১৯) হেলাল উদ্দিন-কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য, সম্প্রীতি বাংলাদেশ  
      ২০) সাইফ উদ্দিন আহম্মেদ-কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য, সম্প্রীতি বাংলাদেশ  
      ২১) অনয় মুখার্জী-কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য, সম্প্রীতি বাংলাদেশ  
      ২২) বিপ্লব পাল-কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য, সম্প্রীতি বাংলাদেশ  

পীযূষ বন্দ্যোপাধ্যায়                                        অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল
আহবায়ক, সম্প্রীতি বাংলাদেশ                        সদস্য সচিব, সম্প্রীতি বাংলাদেশ

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত