ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকায় ভিসা সেন্টার চালু করেছে চীনা দূতাবাস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বিরাজমান তাবদাহ অব্যাহত থাকতে পারে        স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের        বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির        বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই     
৩৬৯

শেষকৃত্য সম্পন্ন, জেনারেল রাওয়াতের দেহভস্ম যাবে যেখানে

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১  


ভারতের রাজধানী দিল্লিতে পূর্ণ সামরিক মর্যাদায় দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামরিক কর্মকর্তারা নীরব শ্রদ্ধা জানান। এসময় ১৭ বার তোপধ্বনি করা হয়। শুক্রবার (১০ ডিসেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। গত বুধবার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন জেনারেল রাওয়াত।

প্রতিবেদনে বলা হয়, জেনারেল রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকা রাওয়াতকে ব্রার স্কয়ার শ্মশানে সম্পূর্ণ সামরিক সম্মানের সাথে দাহ করা হয়েছে। জেনারেলের দেহভস্ম হরিদ্বারে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তার মেয়ে।

এদিকে বিপিন রাওয়াতকে নিয়ে যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তার পাইলট ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান। বুধবারের সেই দুর্ঘটনার আগে মঙ্গলবার রাতে বাড়িতে শেষ ফোনটি মা সুশীলাকেই করেছিলেন পৃথ্বী। এ সময় মায়ের সাথে পারিবারিক অনেক কথাই হয় তার। ফোনালাপে মাকে পৃথ্বী বলেন, আগ্রার মিলিটারি হাসপাতালে মায়ের জন্য এপয়েন্টমেন্টের ব্যবস্থা করেছেন। চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে কথাও বলে রেখেছেন।






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত