ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকায় ভিসা সেন্টার চালু করেছে চীনা দূতাবাস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বিরাজমান তাবদাহ অব্যাহত থাকতে পারে        স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের        বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির        বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই     
৪০০

রুশ-ইউক্রেন উত্তেজনা নিয়ে জার্মান চ্যান্সেলরের সাথে আলোচনা বাইডেন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১  


মার্কিন প্রেসিডেন্ট  জো বাইডেন রুশ-ইউক্রেন উত্তেজনা নিয়ে নতুন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এর  সাথে আলোচনা করেছেন।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার হাজার হাজার সৈন্য জড় করার প্রেক্ষিতে শুক্রবার শলৎজকে ফোন করেন বাইডেন।
এক টুইটার বার্তায় বাইডেন বলেন, ‘জার্মানীর নতুন নেতা হওয়ার প্রেক্ষিতে আমি শলৎজকে অভিনন্দন জানিয়েছি’।
তিনি বলেন, আমি রাশিয়ার অস্থিতিশীল সামরিক তৎপরতা মোকাবেলায় ট্রান্সআটলান্টিক প্রচেষ্টাসহ বৈশ্বিক চ্যালেঞ্জসমূহের ক্ষেত্রে এক সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

ইউক্রেনে রাশিয়া হামলা চালাতে পারে এ আশংকার কারনে বাইডেন সপ্তাহজুড়েই টেলিফোনে জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।  

মঙ্গলবার তিনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে কথা বলে তাকে হামলার বিষয়ে সতর্ক করেন। এছাড়া পুতিনের সাথে কথা বলার আগে ও পরে তিনি ইউরোপীয় শক্তিধর দেশগুলোর সাথেও আলোচনা করেন। বাইডেন বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট এবং পূর্ব ইউরোপের নয় দেশীয় জোটের নেতৃবন্দের সাথে কথা বলেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ ইউক্রেন উত্তেজনা ছাড়াও বাইডেন ও শলৎজ করোনা মহামারি, জলবায়ু পরিবর্তনসহ নানা ধরনের বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।




মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত