ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
Breaking:
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ইউক্রেনের একটি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত        বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী        প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী        বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের     
৩৮৮

ম্যাক্রোঁর জয়ে বিশ্ব নেতাদের অভিনন্দন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২  


ফ্রান্সের মধ্যপন্থী নেতা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রোববারের  নির্বাচনে চরম ডানপন্থী  নেতা মেরিন লে  পেনকে পরাজিত করে পুন: নির্বাচিত হওয়ায়  বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন।

- ইউরোপীয় ইউনিয়ন-
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন টুইট করেছেন, ‘আমাদের চমৎকার সহযোগিতা অব্যাহত রাখতে পেরে আমি আনন্দিত।’ ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল টুইটারে লিখেছেন, ‘আমরা ফ্রান্সের উপর আরও পাঁচ বছর নির্ভর করতে পারি।’

-যুক্তরাষ্ট্র -
‘ফ্রান্স আমাদের প্রাচীনতম মিত্র এবং বৈশ্বিক চ্যালেনজ মোকাবেলায় এক গুরুত্বপুর্ন অংশীদার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের টুইট। ‘আমি গণতন্ত্র রক্ষা, ইউক্রেনকে সমর্থন করা ও জলবাযু পরিবর্তন মোকাবিলার বিষয়ে অব্যহতভাবে  ঘনিষ্ঠ ফরাসী সহযোগিতার অপেক্ষা করছি।” মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাদের দীর্ঘদিনের স্থায়ী মৈত্রী ও বন্ধুত্বকে ভিত্তি করে, বৈশ্বিক চ্যালেঞ্জগুলি মোকাবিলায় আমরা ফ্রান্সের অব্যহত ঘনিষ্ঠ সহযোগিতার দিকে তাকিয়ে আছি।’

-জার্মানি-
জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ বলেছেন, ‘ফরাসি ভোটাররা আজ ইউরোপে একটি শক্তিশালী আস্থার বার্তা প্রেরণ করেছে। আমি খুশি যে আমরা আমাদের সহযোগিতা চালিয়ে যাব।”

-ব্রিটেন-
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ফ্রান্সকে  ‘অন্যতম ঘনিষ্ঠ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ  মিত্র’ হিসেবে অভিহিত করে বলেন,  ‘আমাদের দুই দেশের জন্য এবং বিশ্বের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একত্রে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমরা উন্মুখ।’

-ইউক্রেন-
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যিনি ২৪ ফেব্রুুয়ারি রাশিয়ার আক্রমনের সময় ম্যাক্রোঁর সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছেন, তিনি ম্যাক্রোঁকে ‘ইউক্রেনের প্রকৃত বন্ধ’ বলে অভিহিত করেছেন। তিনি ইউক্রেনীয় এবং ফরাসি উভয় ভাষায় লিখেছেন,‘আমি (ফরাসি) জনগণের স্বার্থে তাঁর আরও সাফল্য কামনা করি। আমি তার সমর্থনের প্রশংসা করি এবং আমি নিশ্চিত যে আমরা নতুন অভিন্ন বিজয়ের দিকে একসাথে এগিয়ে যাচ্ছি।’

- রাশিয়া-
ক্রেমলিনের এক বিবৃতিতে  রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন একটি  টেলিগ্রাম বার্তায় লিখেছেন, ‘আমি আন্তরিকভাবে রাষ্ট্রীয় কর্মকা-ে আপনার সাফল্যের পাশাপাশি সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।’

- চীন -
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে,  চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে  ‘স্বাধীনতা, পারস্পরিক বোঝাপড়া, দূরদর্শিতা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে’ তিনি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে কাজ চালিয়ে যেতে চান।

-অস্ট্রেলিয়া-
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ম্যাক্রোঁর বিজয় ‘অনিশ্চিত সময়ে কার্যকর উদার গণতন্ত্রের এক মহান অভিব্যক্তি।’ তিনি টুইটারে লিখেছেন, ‘বিশেষ করে ইউরোপে আপনার  নেতৃত্ব এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে, আমরা আপনার ও ফ্রান্সের সাফল্য কামনা করি।’

-কানাডা-
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুুডো বলেছেন,  তিনি গণতন্ত্র রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, মধ্যবিত্তের জন্য ভাল চাকরি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনসহ কানাডা ও ফ্রান্সের মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে একসাথে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ  রয়েছেন।

-ভারত -
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ‘বন্ধ,"কে পুনঃনির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে  বলেছেন ‘আমি ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য একসাথে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।’

- জাপান-
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ফরাসি ভাষায় টুইটারে লিখেছেন: "আমরা  প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সাথে বিভিন্ন ক্ষেত্রে যেমন ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের মতো বিষয়ে আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা জোরদার করব।"

-ইতালি -
প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি ম্যাক্রোঁর বিজয়কে "সমস্ত ইউরোপের জন্য দুর্দান্ত খবর" বলে বর্ণনা করেছেন।

-স্পেন-
সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ টুইট করেছেন, "নাগরিকরা একটি স্বাধীন, শক্তিশালী ও ন্যায্য ইইউ’র জন্য প্রতিশ্রুতিবদ্ধ একটি ফ্রান্সকে  বেছে নিয়েছে। গণতন্ত্রের জয় হবে। ইউরোপের জয় হবে।" "অভিনন্দন ইমানুয়েল ম্যাক্রোঁ।"

-বেলজিয়াম -
প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেছেন যে ফরাসি ভোটাররা "নিশ্চিত ও আলোকিত মূল্যবোধ" বেছে নিয়ে একটি "শক্তিশালী পছন্দ" করেছে।

- জাতিসংঘের সংস্থাগুলি -
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি তার "উষ্ণ অভিনন্দন" পাঠিয়েছেন” এবং বলেছেন যে তার সংস্থা ইউরোপীয় ও বিশ্ব মঞ্চে ম্যাক্রোঁর সমর্থনের উপর নির্ভর করবে " যেহেতু মানবিক চ্যালেঞ্জ ও শরণার্থী সংকট প্রতিদিন আরও গুরুতর এবং জটিল হয়ে উঠছে"।

-আয়ারল্যান্ড -
প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন ম্যাক্রোঁর "নীতিগত এবং গতিশীল নেতৃত্ব"কে "শুধু ফ্রান্সের জন্য নয়, ইউরোপের জন্যও গুরুত্বপূর্ণ" বলে প্রশংসা করেছেন।-

-সুইজারল্যান্ড -
প্রসিডেন্ট ইগনাজিও ক্যাসিস দুই প্রতিবেশী দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের উপর জোর দিয়ে বলেছেন, "আমাদের উত্তম সহযোগিতা অব্যাহত রাখার" জন্য উন্মুখ রয়েছি।

-সুইডেন -
প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন তাকে "উষ্ণতম অভিনন্দন" পাঠিয়েছেন। তিনি টুইট করেছেন, "আসুন দ্বিপাক্ষিকভাবে এবং একটি প্রতিযোগিতামূলক, সবুজ ও স্থিতিস্থাপক ইউরোপীয় ইউনিয়নের জন্য,আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখি।”

-আফ্রিকান ইউনিয়ন -
আফ্রিকান ইউনিয়ন কমিশনের প্রধান মুসা ফাকি মাহামত ম্যাক্রোঁকে "তার উজ্জ্বল পুনঃনির্বাচনের জন্য" অভিনন্দন জানিয়ে বলেছেন তিনি ‘আফ্রিকা ও ফ্রান্সের মধ্যে পারস্পরিক উপকারী সম্পর্ক’ বিনির্মাণে আশাবাদী।

 

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত