ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকায় ভিসা সেন্টার চালু করেছে চীনা দূতাবাস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বচ্ছতার সাথে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে : তথ্য প্রতিমন্ত্রী        বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী     
৪৮৬

মেসি ম্যাজিকে শেষ চারে আর্জেন্টিনা

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৪ জুলাই ২০২১  


মেসি ম্যাজিকে কোপা আমেরিকার শেষ চারে আর্জেন্টিনা। চতুর্থ কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে জয় পেয়েছে মেসির দল। আজ রোববার (৪ জুলাই) সকালে ইকুয়েডরকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা।

এদিন ৪০ মিনিটে গোলের দেখা পায় আলবেসেলেস্তোরা। লিওনেল মেসির পাস থেকে সহজেই প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে নেন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। 

এর আগে ম্যাচের শুরু থেকে বলের দখল ধরে খেলছিল আর্জেন্টিনা। ১৫ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে বল পেয়েছিলেন হেরমান পেজ্জেলা। কিন্তু তার নেওয়া শট গোলপোস্টের অনেক বাইরে দিয়ে যায়। এরপর ২২ মিনিটে প্রতিপক্ষের রক্ষণের ভুলে সুযোগ পেয়েছিলেন মেসি। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। তার শট প্রতিহত হয় গোলবারে লেগে।

তবে  ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা। ৮৪ মিনিটে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় স্কালোনির দল। এবারও মেসির সহায়তায় গোল করেন লাওতারো মার্টিনেজ।

দুটি গোল করিয়েছেন মেসি। কিন্তু নিজে গোল করবেন না, তা কী করে হয়? তাই ফুটবল বিধাতা যেন সুযোগ করে দিলেন মেসিকেও। ম্যাচের একেবারে শেষদিকে ইকুয়েডরের ফাউলের সুবাদে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। সেই শট থেকেই দুর্দান্ত গোল করেন মেসি।    

ইকুয়েডরের বিপক্ষে দলে বেশ কয়েকটি পরিবর্তন এনে একাদশ সাজান কোচ লিওনেল স্কালোনি। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া।  

 

 

মুক্তআলো২৪.কম

 

 

আরও পড়ুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত